'বার্সাগেট' কেলেঙ্কারিতে গ্রেপ্তার বার্সেলোনার প্রাক্তন সভাপতি জোসেফ মারিয়া বার্তামিও

জোসেফ মারিয়া বার্তামিও
জোসেফ মারিয়া বার্তামিওফাইল ছবি সংগৃহীত

'বার্সাগেট' কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছে বার্সেলোনার প্রাক্তন সভাপতি জোসেফ মারিয়া বার্তামিওকে। ঘটনার সূত্রপাত গত বছরে। যেখানে বার্তামিও সহ একাধিক শীর্ষস্থানীয় ক্লাব আধিকারিকের ওপর অভিযোগ ওঠে এই কান্ডে। যদিও বার্তামিও সমস্ত অভিযোগ তখন নাকচ করেন। এরপর বার্সার সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। অবশেষে সম্প্রতি নতুন মোড় এসেছে এই তদন্তের। এই সপ্তাহে পুলিশ এক রাউন্ড তদন্ত করেই গ্রেপ্তার করেছে বার্তামিওকে।

শুধু বার্তামিও নয়। এক স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বার্তামিওর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ক্লাবের সিইও অস্কার গ্রাউ, হেড অফ লিগ্যাল সার্ভিসেস রোমান গোমেজ এবং বার্তোমেওর পরামর্শক জাউমে মাসফেরকে। তবে ক্লাবের তরফ থেকে এখনও কোনো নাম সামনে আনা হয়নি।

'বার্সাগেট' কেলেঙ্কারি কী? গতবছর সামনে আসে যে, ক্লাবের মধ্যে সর্বসের্বা হয়ে ওঠার জন্য একটি সোশ্যাল মিডিয়া সংস্থাকে অর্থ দিয়েছিলেন বার্তোমেও। যাদের উদ্দেশ্য ছিলো লিও মেসি, জেরার্ড পিকে, জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো তারকাদের নামে অপপ্রচার চালানো। এটাই' বার্সাগেট' নামে পরিচিত।

গত বছর পিকে ব্যাক্তিগত ভাবে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তখন অবশ্য এ বিষয়ে কোনো বার্সা কর্তার নাম আসেনি সামনে। তবে পুলিশ তদন্ত থামায়নি। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে এই কান্ডের মূলে যারা। আপাতত বার্সেলোনার বর্তমান সভাপতির পদে রয়েছেন কার্লোস বুসকেটস। আগামী ৭ ই মার্চ নতুন সভাপতির জন্য নির্বাচন করা হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in