
বিশ্বকাপ জিতবে মেসির শ্রমিক শ্রেণি আর্জেন্টাইন দল। ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ওয়েইন রুনি। আর্জেন্টিনাকে সমর্থন করার কারণ ও স্পষ্ট করলেন তিনি।
বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ইউরোপ মহাদেশেরই একটা দেশ ফ্রান্স। কিন্তু রুনি নিজের মহাদেশের দলকে সমর্থন করলেন না। বরং তাঁর ফেভারিট আলবিসেলেস্তেরা। রুনি বলেন, 'তারা (আর্জেন্টিনা) প্রায় একটা শ্রমিক শ্রেণির দল। শ্রমিক শ্রেণি বলার কারণ হলো তাদের জেদি মনোভাব এবং হার না মানা লড়াই। তাদেরকে পরাজিত করা খুব কঠিন। তারা লড়ছে মেসির জন্য। এমন একটি লড়াই যা অধিনায়কের সম্মানের সাথে জড়িয়ে আছে'।
তিনি আরও বলেন, মারাদোনার যে নিখুঁত পাস, শুট এবং ক্রস নেওয়ার দক্ষতা ছিল তা সবই মেসির কাছে আছে। সকলেই ক্রোয়েশিয়ার বিপক্ষে জুলিয়ান আলভারেজের গোলটা দেখেছে। সেই গোলটার মূল কারিগর কিন্তু মেসিই ছিলেন। ক্রোয়েশিয়ার ডিফেন্ডারকে এমন ভাবে নাস্তানাবুদ হতে হলো তা মেসি বলেই সম্ভব।
শুধু ওয়েন রুনি নন, মেসিকে সমর্থন করেছেন ব্রাজিলিয়ান দুই কিংবদন্তী কাফু ও রোনাল্ডো নাজারিও। চিরপ্রতিদ্বন্দ্বী হলেও তাঁরা চান বিশ্বকাপ যেন আর্জেন্টাইন মহাতারকা মেসির হাতেই ওঠে।
লিওনেল মেসির সামনে শেষ সুযোগ দলকে বিশ্বকাপ জেতানোর। ২০১৪ সালে প্রথমবার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ার। সেবার পারেননি। দেশের জার্সিতে সম্ভবত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মেসিকে পারবেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে? তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন