EPL: ম্যান ইউকে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের আশা জিইয়ে রাখলো য়ুর্গেন ক্লপের লিভারপুল

রেড ডেভিলরা নিশ্চিত করে ফেলেছে চ্যাম্পিয়নস লীগ। লিসেস্টার সিটি এবং চেলসিও খুব কাছাকাছি শীর্ষ চারে থাকার। তবে অলরেডসরাও রয়েছে দৌড়ে। গতরাতে সোলশারদের ৪-২ গোলে হারায় লিভারপুল।
EPL: ম্যান ইউকে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের আশা জিইয়ে রাখলো য়ুর্গেন ক্লপের লিভারপুল
লিভারপুলের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ম্যান ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লীগে খেলার আশা জিইয়ে রাখলো য়ুর্গেন ক্লপের লিভারপুল। প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি তিন ম্যাচ হাতে রেখেই লীগ টাইটেল জিতে নিয়েছে। এবার দলগুলোর সামনে লীগ টেবিলের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লীগে খেলা নিশ্চিত করার লড়াই। রেড ডেভিলরা নিশ্চিত করে ফেলেছে চ্যাম্পিয়নস লীগ। লিসেস্টার সিটি এবং চেলসিও খুব কাছাকাছি শীর্ষ চারে থাকার। তবে অলরেডসরাও রয়েছে দৌড়ে। গতরাতে সোলশারদের ৪-২ গোলে হারায় লিভারপুল।

এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ম্যান ইউর। অবশ্য হারলেও বিশেষ কিছু ক্ষতি হয়নি তাদের। কিন্তু চ্যাম্পিয়নস লীগের দৌড়ে টিকে থাকার জন্য গতরাতে লিভারপুলকে জিততেই হতো। প্রথমার্ধের ১০ মিনিটে পর্তুগীজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। পিছিয়ে পড়ার পর ৩৪ মিনিটে লিভারপুলকে সমতা এনে দেন আর এক পর্তুগীজ তারকা দিয়েগো জোটা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের পাস থেকে রবার্টো ফিরমিনো এক দুরন্ত গোল করেন। সেইসঙ্গে ম্যান ইউর বিরুদ্ধে লীড রেখে প্রথমার্ধ শেষ করে ক্লপের ছাত্ররা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুল ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ৪৭ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রবার্টো ফিরমিনো। ম্যান ইউ তাদের দ্বিতীয় গোলের দেখা পায় ৬৮ মিনিটে। এডিনসন কাভানির পাস থেকে গোল করে ব্যবধান কমায় মার্কাস রাশফোর্ড। তবে শেষ পর্যন্ত লড়াই চালালেও আর গোলের দেখা পায়নি ওলে গানার সোলশারেরা। ঘুরে নির্ধারিত সময়ের একদম শেষে কার্টিস জোনসের বাড়ানো বল থেকে অলরেডসদের হয়ে চতুর্থ গোলটি করে ফেলেন মহম্মদ সালহা।

লিভারপুল জয়ের পর লীগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। ম্যানচেস্টার ইউনাইটেড ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা লিসেস্টার সিটি এবং চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট যথাক্রমে ৬৬ এবং ৬৪। তিন দলই খেলেছে ৩৬ টি করে ম্যাচ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in