Rahkeem Cornwall: টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি! বিরল নজির ক্যারিবিয়ান ব্যাটারের

আমেরিকার টি-২০ লীগ, আটলান্টা ওপেনে বিধ্বংসী মেজাজে ৭৭ বলে ২০৫* রানে অপরাজিত থাকেন রাহকীম। তাঁর ইনিংসে রয়েছে ২২ টি বিশাল ওভার বাউন্ডারি এবং ১৭ টি বাউন্ডারির মাধ্যমে।
রাহকীম কর্নওয়াল
রাহকীম কর্নওয়ালগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

টি-টোয়েন্টি ক্রিকেটে বিরলতম নজির গড়লেন ক্যারিবিয়ান ব্যাটার রাহকীম কর্নওয়াল। গড়লেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ডাবল সেঞ্চুরির অনবদ্য রেকর্ড। আমেরিকার টি-২০ লীগ, আটলান্টা ওপেনে বিধ্বংসী মেজাজে ৭৭ বলে ২০৫* রানে অপরাজিত থাকেন রাহকীম। তাঁর ইনিংসে রয়েছে ২২ টি বিশাল ওভার বাউন্ডারি এবং ১৭ টি বাউন্ডারির মাধ্যমে।

আটলান্টা ফায়ারের হয়ে ব্যা ট করতে নেমে এদিন বিপক্ষ দল স্কোয়ার ড্রাইভকে কার্যত নাকানি চোবানি খাইয়ে ছাড়লেন ১৪০ কেজির রাহকীম। তাঁর এই অতিমানবীয় ইনিংস নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে।

এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আটলান্টা ফায়ার। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকাটারি ইনিংস খেলা শুরু করেন রাহকিম কর্নওয়েল। স্টিভেন টেলর তাঁর সাথে ওপেনিং-এ নেমে রানের পাহাড় গড়ার ভীত তৈরি করে দিয়েছিলেন। মাত্র ১৮ বলে ৫৩ রান করে আউট হন টেলর।

স্টিফেন ফিরে যাওয়ার পর সামি আসলামকে সঙ্গে নিয়ে এগিয়ে যান রাহকীম। ২৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেন সামি আসলাম। আর ২৬৬.২৩ স্ট্রাইক রেটে ৭৭ বলে ২০৫ রান করেন রাহকীম। নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে আটলান্টা ফায়ার। এর জবাবে ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রান সংগ্রহ করে স্কোয়ার ড্রাইভ। ১৭২ রানে ম্যাচ জিতে নেয় রাহকীমের দল।

আটলান্টা ফায়ারের হয়ে জাস্টিন ডিল নেন ৪ উইকেট। দক্ষ স্পিনার হওয়া সত্বেও এই বিধ্বংসী ইনিংস খেলার পর রাহকীমকে আর হাত ঘোরাতে হয়নি। নিজেকে ৩৬০ ডিগ্রি খেলোয়াড় হিসেবে দাবি করে অ্যান্টিগাতে জন্ম হওয়া ২৯ বর্ষীয় দীর্ঘদেহী ক্যারিবিয়ান তারকা জানিয়েছেন, "আমি একজন থ্রি সিক্সটি ডিগ্রি খেলোয়াড়। আমাকে কেবল শট নির্বাচনের দিকে মনোনিবেশ করতে হবে। বল আমার জোনে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করি। খেলোয়াড়ের জীবনে ব্যর্থতা আসবেই। আসল কথা হলো আপনি কিভাবে সেই ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াবেন। নিজের দক্ষতায় বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ।"

রাহকীম কর্নওয়াল
Indian Super League 2022: কেরালার বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলের টিজার প্রকাশ্যে! দেখুন ভিডিও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in