বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়েল মাদ্রিদে যোগ দিলেন ডেভিড আলাবা

২০১০ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর আর কোনো ক্লাব পরিবর্তন করেননি আলাবা। ২০১১ সালে হফম্যানে লোনে গেলেও ওই বছরই আবার বাভেরিয়ানদের দলে ফিরে আসেন।
ডেভিড আলাবা
ডেভিড আলাবাফাইল ছবি, বুন্দেশলিগার সৌজন্যে

জার্মানি ছেড়ে স্পেনে পাড়ি দিলেন ডেভিড আলাবা। প্রায় এক দশকেরও বেশি সময় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন এই অস্ট্রিয়ান ডিফেন্ডার। এবার স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন তিনি। তাঁর সাথে ২০২৬ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তি করেছে লা লিগার ক্লাবটি।

২০১০ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর আর কোনো ক্লাব পরিবর্তন করেননি আলাবা। ২০১১ সালে হফম্যানে লোনে গেলেও ওই বছরই আবার বাভেরিয়ানদের দলে ফিরে আসেন। বায়ার্নের বহু যুদ্ধের লড়াকু সৈনিক আলাবা ক্লাবটির হয়ে খেলেছেন ৪৩১ ম্যাচ। ৩৩ টি গোল রয়েছে তাঁর ঝুলিতে।

ডেভিড আলাবা বায়ার্নের হয়ে এক দশকে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লীগ। ঘরোয়া লীগ বুন্দেশলিগা জিতেছে দশ বার।এছাড়াও ছ'টি ডিএফবি পোকাল সহ অন্যান্য অনেক শিরোপা রয়েছে তাঁর ঝুলিতে।

জল্পনা শুরু হয়েছিলো অনেক দিন থেকেই। চুক্তি শেষ হলে আলাবা যোগ দেবেন রিয়েল মাদ্রিদে। অবশেষে তাই হলো। আগামী ৩০ শে জুন বায়ার্ন মিউনিখে চুক্তির মেয়াদ শেষে ফ্রী ট্রান্সফারে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেবেন তিনি। তবে ইউরো কাপের পর হবে রিয়েলের হয়ে তাঁর পরিচিতি অনুষ্ঠান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in