ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে সর্বোচ্চ গোলদাতার নতুন পালক

নাপোলির বিরুদ্ধে গোল করেই রোনাল্ডো পেছনে ফেলেছেন জোসেফ বিকানকে।বিকান তাঁর কেরিয়ারে ৭৫৯ টি অফিসিয়াল গোল করেছেন। এই রেকর্ড ভেঙে বর্তমানে সবচেয়ে বেশি অফিসিয়াল গোলের মালিক এখন পর্তুগীজ সেনসেশন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ট্যুইটারের সৌজন্যে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক। গত রাতে জুভেন্তাসের জার্সি গায়ে অনন্য এক নজির গড়লেন তিনি। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে গোল করে রোনাল্ডো হয়ে গেলেন পেশাদারী ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

বুধবার ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ২-০ ব্যবধানে নাপোলিকে হারিয়ে শিরোপা জিতেছে বিয়াঙ্কোনেরিরা। এই ম্যাচে ৬৪ মিনিটে গোল করে জুভেদের এগিয়ে দেন রোনাল্ডো। যা রোনাল্ডোর কেরিয়ারের ৭৬০ তম গোল এবং চলতি মরশুমে সব মিলিয়ে ২০ তম। জুভেন্তাসের হয়ে গতরাতে অন্য গোলটি করেন আলভারো মোরাতা।

নাপোলির বিরুদ্ধে গোল করেই রোনাল্ডো পেছনে ফেলেছেন জোসেফ বিকানকে।বিকান তাঁর কেরিয়ারে ৭৫৯ টি অফিসিয়াল গোল করেছেন। এই রেকর্ড ভেঙে বর্তমানে সবচেয়ে বেশি অফিসিয়াল গোলের মালিক এখন পর্তুগীজ সেনসেশন।

এই তালিকায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে পেলে (৭৫৭ টি গোল), রোমারিও (৭৪৩ টি গোল) এবং লিওনেল মেসি (৭১৯ টি গোল)। রোনাল্ডো তাঁর ৭৬০ টি গোলের মধ্যে স্পোর্টিং লিসবনের হয়ে গোল করেছেন ৫ টি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১১৮ টি গোল এবং স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদের হয়ে ৪৫০ টি গোল করেন সি আর সেভেন। স্পেন থেকে তুরিনে পাড়ি জমানোর পর ১০৯ ম্যাচে জুভেন্তাসের হয়ে গোল করেন ৮৫ টি। পর্তুগালের জার্সিতে করেছেন ১০২ টা গোল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in