BWF World Tour: স্ট্রেট সেটে প্রতিপক্ষকে উড়িয়ে অভিযান শুরু পিভি সিন্ধু, কিদম্বী শ্রীকান্তের

দু'বারের অলিম্পিক পদক বিজয়ী পি.ভি সিন্ধু মহিলাদের সিঙ্গেলসের গ্রুপ এ-এর ম্যাচে একতরফা ভাবে ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসনকে স্ট্রেট গেমে হারিয়ে দেন। খেলার ফলাফল সিন্ধুর পক্ষে ২১-১৪, ২১-১৬।
পিভি সিন্ধু, কিদম্বী শ্রীকান্ত
পিভি সিন্ধু, কিদম্বী শ্রীকান্তফাইল ছবি সংগৃহীত

স্ট্রেট সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বিডব্লিউএফ (BWF) ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু এবং কিদম্বী শ্রীকান্ত। জাপানী তারকা কেনতো মোমোতা চোট পেয়ে ম্যাচ থেকে অবসর নেওয়ায় লড়াই না করেই জয়ের খাতা খুলেছে লক্ষ্য সেনেরও।

দু'বারের অলিম্পিক পদক বিজয়ী পি.ভি সিন্ধু মহিলাদের সিঙ্গেলসের গ্রুপ এ-এর ম্যাচে একতরফা ভাবে ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসনকে স্ট্রেট গেমে হারিয়ে দেন। খেলার ফলাফল সিন্ধুর পক্ষে ২১-১৪, ২১-১৬। একমাত্র ভারতীয় হিসেবে ২০১৮ সালে মরশুম শেষের এই টুর্নামেন্ট জিতেছিলেন সিন্ধু। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু পরের ম্যাচে মুখোমুখি হবেন জার্মানির য়ুভনে লি'র।

অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে কিদম্বী শ্রীকান্ত গ্রুপ বি-এর ম্যাচে ফ্রান্সের টোমা জুনিয়র পপভকে স্ট্রেট সেটে হারিয়েছেন। ৪৪ মিনিটের লড়াইয়ে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা শ্রীকান্তের পক্ষে ফলাফল ২১-১৪, ২১-১৬। পরের ম্যাচে তিন বারের জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন থাইল্যান্ডের কুনলাভুত ভিটিডসার্নের বিপক্ষে নামবেন শ্রীকান্ত। অন্যদিকে আগামী ম্যাচে আলমোড়ার ২০ বছর বয়সী শাটলার লক্ষ্য সেনের প্রতিপক্ষ অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেন।

সিঙ্গেলসে ভারতীয় শাটলাররা দাপট দেখালেও ওপেনিং ম্যাচে হতাশ করেছেন ডবলস জুটিরা। মহিলা ডাবলস জুটি অশ্বিনী পোন্নাপ্পা এবং এন সিকি রেড্ডি তাদের গ্রুপ বি-এর ওপেনিং ম্যাচে দ্বিতীয় বাছাই জাপানি জুটি নামি মাতসুয়ামা এবং চিহারু শিদার কাছে ১৪-২১ এবং ১৮-২১ সেটে হারলেন। পুরুষদের ডবলসে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেটি জুটি ১৬-২১ এবং ৫-২১ ব্যবধানে হেরেছেন ডেনিশ জুটি কিম অ্যাস্ট্রুপ এবং অ্যান্ডার্স রাসমুসেনের কাছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in