Eden Hazard: বিশ্বকাপের মাঝেই অঘটন! অবসর ঘোষণা বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ডের

তিনি বলেন, আমি আমার আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী প্রজন্ম তৈরি আছে। সকলকে আমি খুব মিস করব।
ইডেন হ্যাজার্ড
ইডেন হ্যাজার্ডছবি - বেলজিয়ান রেড ডেভিলসের ট্যুইটার হ্যান্ডেল

আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানাতে চলেছেন বেলজিয়ামের তারকা ফুটবলার ইডেন হ্যাজার্ড। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে নিজেই দিলেন সেই বার্তা। এত তাড়াতাড়ি যে তিনি অবসর ঘোষণা করবেন তা হয়তো কেউ আশা করেননি।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছে বেলজিয়াম। একটি জয়, একটি হার ও একটি ড্র দিয়ে বিশ্বকাপ শেষ করেছে ‘রেড ডেভিলসরা’। তাহলে কি হারের কারণে হতাশা থেকেই এই সিদ্ধান্ত হ্যাজার্ডের? ইতিমধ্যে সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। সমর্থনের জন্যও সকলকে ধন্যবাদ। ২০০৮ থেকে সমস্ত সুখের মুহূর্তগুলি শেয়ার করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।

পাশাপাশি তিনি বলেন, আমি আমার আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী প্রজন্ম তৈরি আছে। সকলকে আমি খুব মিস করব।

সূত্রের খবর, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই সতীর্থদের কাছে নিজের অবসর নেওয়ার বিষয়ে আলোচনা করেন। ২০০৮ থেকে দেশের হয়ে মোট ১২৬টি ম্যাচ খেলেছেন তিনি। বেলজিয়ামের জার্সিতে ৩৩টি গোল রয়েছে তাঁর নামে। তবে তিনি ক্লাব ফুটবল খেলে যাবেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের পর এই প্রথমবার শেষ ষোলোতে জায়গা করতে পারেনি ফিফা র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা দেশটি। দলের এই হার মেনে নিতে না পারায় আগেই পদত্যাগ করেন কোচ রবার্টো মার্টিনেজ। হারের দায় নিজের মাথায় নেন তিনি।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, "জাতীয় দলের কোচ হিসেবে এটাই আমার শেষ ম্যাচ ছিল। দলের ফুটবলার এবং কোচিং স্টাফদের আমি বিদায় জানাচ্ছি। এই হারের দায় আমার।"

ইডেন হ্যাজার্ড
FIFA World Cup 22: বিদায় 'স্টেডিয়াম ৯৭৪' - বিশ্বকাপ শেষেই ভেঙে ফেলা হবে এই স্টেডিয়াম! কিন্তু কেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in