Australian Open 22: ডবলসের পর মিক্সড ডাবলসেও প্রথম রাউন্ডে হেরে বিদায় রোহন বোপান্নার

অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে অ্যাডিলেড ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতে ভালো কিছু করে দেখানোর আশ্বাস দিয়েছিলেন রোহন। তবে গ্র্যান্ডস্ল্যামের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হলেন।
রোহন বোপান্না
রোহন বোপান্নাছবি সংগৃহীত

ডবলসের পর অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসেও ভরাডুবির মধ্যে পড়লেন ভারতীয় তারকা রোহন বোপান্না। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বছরের প্রথম মেজর টুর্নামেন্টের সফর শেষ করলেন বোপান্না। ক্রোয়েশিয়ান পার্টনার দারিজা জুরাক স্ক্রিবারের সাথে জুটি বেঁধে প্রথম রাউন্ডেই আন্দ্রে গলুবেভ এবং লুডমায়লা কিচেনকের জুটির বিরুদ্ধে ৬-১, ৪-৬, ৯-১১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বোপান্নাদের।

অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে অ্যাডিলেড ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতে ভালো কিছু করে দেখানোর আশ্বাস দিয়েছিলেন রোহন। তবে গ্র্যান্ডস্ল্যামের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হলেন। এদিন প্রথম সেটে এগিয়ে থেকেও চাপ সামলাতে পারলেন না বোপান্না-দারিজা জুটি। ১ ঘন্টা ৩ মিনিটের লড়াইয়ে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছেন ইউক্রেন-কাজাখস্তানের জুটি।

এর আগে ফরাসী টেনিস খেলোয়াড় এডুয়ার্ডো রজার ভেসেলিনের সাথে জুটি বেঁধে ডবলসে নেমেছিলেন রোহন। তবে সেখানেও ক্রিস্টোফার রাঙ্গকাট এবং ট্রিট কোনার্ড জুটির কাছে প্রথম রাউন্ডেই হেরে যান। প্রথম সেটে এগিয়ে থেকেও ৬-৩, ৬-৭(২-৭),২-৬ সেটে হারতে হয় বোপান্না-ভেসেলিনের জুটিকে।

অস্ট্রেলিয়ান ওপেনে এখন ভারতের আশা বলতে একমাত্র সানিয়া মির্জা। আমেরিকান জুটি রাজীব রামের সাথে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ড জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন সানিয়া। আগামীকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোর্টে নামবেন তিনি।

রোহন বোপান্না
Tokyo Olympics: AITA-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রোহন বোপান্না, পাশে সানিয়া, সোমদেব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in