
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেলো উয়েফা চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় রাউন্ডের ড্র। শেষ ষোলতে বার্সেলোনার প্রতিপক্ষ প্যারিস সাঁ জার্মেইন। অর্থাৎ মেসি ও নেইমারের দ্বৈরথ দেখতে পাবে ফুটবল বিশ্ব। অন্যদিকে রিয়েল মাদ্রিদের কঠিন প্রতিপক্ষ আটলান্টা।
উয়েফা চ্যাম্পিয়নস লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লাজিওকে। ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসের সহজ প্রতিপক্ষ পোর্তো। ফুটবল প্রেমীদের চোখ থাকবে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম চেলসির হাইভোল্টেজ ম্যাচের ওপর।
এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলতে কোন দল কোন প্রতিপক্ষকে পেয়েছে -
বায়ার্ন মিউনিখ বনাম লাজিও
রিয়াল মাদ্রিদ বনাম আটালান্টা
পিএসজি বনাম বার্সালোনা
জুভেন্তাস বনাম পোর্তো
বুরুশিয়া ডর্টমুন্ড বনাম সেভিয়া
ম্যানসিটি বনাম বুরুশিয়া মুনশেনগ্লাডবাখ
লিভারপুল বনাম লিপজিগ
চেলসি বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন