T20 World Cup 24: পরবর্তী বিশ্বকাপে ২০ দেশের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই ১২ দেশ

আইসিসির র‍্যাঙ্কিং-র নিয়মে আফগানিস্তান ও বাংলাদেশও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে। আয়োজক দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা খেলতে পারবে।
T20 World Cup 24: পরবর্তী বিশ্বকাপে ২০ দেশের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই ১২ দেশ
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

এখনও বাকি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ। তার আগেই ২০২৪-র টি টোয়েন্টি বিশ্বকাপে ২২ বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে সরাসরি যোগ্যতা অর্জন করে নিল ভারত, পাকিস্তান, ইংল্যান্ড সহ মোট ৮ দেশ।

আইসিসির নিয়মানুযায়ী ২২ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ পর্যায়ে শীর্ষ চারে থাকা দলগুলিকে ২০২৪ বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্য বলে মান্যতা দেওয়া হবে। সেক্ষত্রে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

আইসিসির র‍্যাঙ্কিং-র নিয়মে আফগানিস্তান ও বাংলাদেশও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যৌথভাবে আয়োজন করবে ২৪-র বিশ্বকাপ। আয়োজক দেশ হিসেবে তারা এমনিতেই খেলতে পারবে।

পরের বিশ্বকাপে মোট ২০টি দেশ খেলবে। বাকি থাকল ৮টি দেশ। আফ্রিকা মহাদেশ থেকে ২টি, আমেরিকা মহাদেশ থেকে ১টি, এশিয়া মহাদেশ থেকে ২টি, পূর্ব এশিয়া-প্যাসিফিক থেকে ১টি এবং ইউরোপ মহাদেশ থেকে ২টি দেশকে যোগ্যতা অর্জন করতে হবে। সূত্রের খবর, ২০টি দেশকে ৪টে গ্রুপে ভাগ করা হবে। ৪টে গ্রুপ থেকে ২টি করে দেশ সুপার ৮ এ যাবে। তারপর নক-আউট। সেমি ফাইনাল ও ফাইনাল।

T20 World Cup 24: পরবর্তী বিশ্বকাপে ২০ দেশের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই ১২ দেশ
T-20 World Cup 22: সেমিফাইনালে বৃষ্টি ভ্রূকুটি, বদলাতে পারে ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন!
T20 World Cup 24: পরবর্তী বিশ্বকাপে ২০ দেশের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই ১২ দেশ
FIFA World Cup 2022: ফুটবল বিশ্বকাপের দশ 'নায়ক'
T20 World Cup 24: পরবর্তী বিশ্বকাপে ২০ দেশের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই ১২ দেশ
"একটা খেলা দেখে আমরা কাউকে বিচার করি না" - পান্তের খারাপ পারফরম্যান্সে পাশে দাঁড়ালেন দ্রাবিড়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in