Colors: Orange Color

অতি সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় জিনিসের আওতা থেকে বাদ পড়েছে আলু, পেঁয়াজ। এরপর থেকেই লাগামহীন গতিতে বেড়ে চলেছে আলু, পেঁয়াজ। যা ক্রমশই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের। দিল্লিতে এই মুহূর্তে ১ কিলো আলু এবং ১ কিলো পেঁয়াজ কিনতে খরচ হচ্ছে প্রায় ১৫০ টাকা। কলকাতায় ১২০ থেকে ১৩০ টাকার কাছাকাছি।

বাংলাদেশে ‘সংবাদমাধ্যম’র সংকটে আছে এমন প্রশ্নের দু’ধরণের জবাব মিলে। একটি সরকারি জবাব আরেকটি জনগণের জবাব। দুটি উত্তরের অবস্থান মুখোমুখি। সরকারের পক্ষ থেকে সব সময়ই দাবি করা হয় বাংলাদেশে সংবাদমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করে। আর সংবাদকর্মী, সংবাদমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জনগণের বক্তব্য হচ্ছে বাংলাদেশে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হুমকির সম্মুখীন এবং সংবাদমাধ্যম সংকটে রয়েছে।

গত ২৬ বছরের রেকর্ড ভেঙে দিল চলতি বছরের অক্টোবর মাস। বৃহস্পতিবার দেশের রাজধানীর তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। ইন্ডিয়া মেটিওরোলজিক‍্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)-এর মতে গত ২৬ বছরে এটি ‘শীতলতম অক্টোবর’।

কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সামনে এখন কঠিন পরীক্ষা। কংগ্রেস নেতা কমলনাথের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল আগামী ৩ নভেম্বর উপনির্বাচনের ফলাফলে প্রকাশ পাবে। তার আগে নির্বাচনী সভায় দু'পক্ষই নিজেদের সর্বশক্তি দিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এখন প্রতিদিন, প্রতিটা মুহূর্তে প্রতিবাদ শব্দটার ব্যবহার ক্রমশই বেড়ে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ যেমন বাড়তে থাকে, তেমনি করেই পরিস্থিতির সঙ্গে পাল্লা দিচ্ছে প্রতিবাদ আর প্রতিবাদের কন্ঠ। কিন্তু প্রতিবাদের বিষয়গুলো এতটাই মর্মান্তিক এবং অমানবিক যে সেগুলো নিয়ে কিছু বলার আগেই মনের মধ্যে গভীর হতাশা জন্ম নিচ্ছে।

"হত‍্যা, আত্মহত্যা, অনাহারে মৃত্যু
অনাহারে মৃত্যু, অনাহারে--
আমার স্বদেশ রক্তবমি করছে, আমার স্বদেশ
রক্তবমি করছে। ... আমার স্বদেশ।"
                                             (স্বদেশ ৩)

জনপ্রিয় খবর

  • এই সপ্তাহের এর

  • এই মাস এর

  • সর্বকালীন