Colors: Orange Color

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি হচ্ছে আগামী বছর। আর এ বছর পূর্তি হলো এই রাষ্ট্রের স্রষ্টা, বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বাঙালির বাঁধভাঙা আবেগ আর উচ্ছ্বাসের দুটি শব্দ মাত্রই নয়। এর সাথে জুড়ে আছে বাঙালির স্পর্ধিত সাহস, অদম্য ইতিহাস আর তার নিরন্তর অহঙ্কারে পথচলার প্রেরণা।

বিশ্বজুড়েই কোভিড সংক্রমিত মানুষের সংখ্যা দ্রুত হারে বাড়ছে এবং ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা ৭৬ লক্ষ ছাড়িয়েছে। স্বভাবতঃই বিজ্ঞান প্রযুক্তিতে একুশ শতকের উন্নত বিশ্বে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে।

বছর তিনেক পর আচমকা আবির্ভুত হয়েছেন পাহাড়ের পলাতক প্রভাবশালী নেতা বিমল গুরুং। কিন্তু এহেন জনপ্রিয় একজন নেতার বিরুদ্ধে রয়েছে শতাধিক মামলা। শুধু তাই নয়, সেই মামলার তালিকায় রয়েছে দেশদ্রোহিতার মতো গুরুতর অভিযোগ।

সৌরভ তখনও তার বই প্রকাশের অনুষ্ঠান থেকে ফেরেনি। কলকাতার নামী প্রকাশন সংস্থা ‘বিমূর্ত প্রকাশনী’ থেকে আজ তার একটা বই বেরুবে। এটা তার নিজের অনুষ্ঠান। বাংলার বিখ্যাত চিন্তাবিদদের অনেকেই সেখানে থাকবেন। কিছু প্রসিদ্ধ ডাক্তার, অধ্যাপক এবং বিজ্ঞানীকে সৌরভ নিজে আমন্ত্রণ জানিয়েছে।

সাধারণ নিয়ম হচ্ছে - বিশেষত তৃতীয় বিশ্বের আধা বা অগণতান্ত্রিক দেশগুলোতে, যে কোন গণ-আন্দোলনকে ক্ষমতাসীনরা নেতিবাচক দৃষ্টিতে দেখে। কারণ এই দেশগুলোয় ক্ষমতাসীনরা জনগণের নাম ভাঙিয়ে ক্ষমতায় থাকলেও তারা মূলত গণ-বিচ্ছিন্ন। ফলে তাদের মধ্যে সব সময়ই জনভীতি কাজ করে। তাই তারা গণ-আন্দোলন সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। এই নেতিবাচবক ধারণ থেকেই যে কোন উপায়ে এসব আন্দোলন থামিয়ে দিতে বা দমন করতে তৎপর থাকে।

রাজস্থানের রয়্যাল গোয়ালিয়র পরিবারের থেকে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এখন বিজেপিতে এসে নতুন শ্রেণিবিন্যাস শিখতে শুরু করেছেন। কোভিড ১৯ সংক্রমণ শুরু হওয়ার সময়ই গত মার্চ মাসে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন তিনি।

জনপ্রিয় খবর

  • এই সপ্তাহের এর

  • এই মাস এর

  • সর্বকালীন