
বিজেপি শাসিত রাজ্য সরকারের চোখরাঙানিকে উপেক্ষা করে উত্তরপ্রদেশের শামলিতে কৃষকদের ডাকা মহাপঞ্চায়েতে কয়েক হাজার কৃষক উপস্থিত হয়েছিলেন আজ। কোভিডের কারণে এই সমাবেশের অনুমতি দেয়নি শামলি জেলা প্রশাসন। উল্টে অনুমতি না দেওয়ার কারণ দেখিয়ে কৃষক নেতাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ তুলেছিলেন আধিকারিকরা। যদিও ভারতীয় কিষাণ ইউনিয়ন, রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর মতো মহাপঞ্চায়েতের আয়োজকরা জানিয়েছিলেন, কোনো কিছুই তাদের দমিয়ে রাখতে পারবে না।
গতকালই আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী ট্যুইট করে জানিয়েছিলেন, "কেন ১৪৪ ধারা জারি করা হলো? আমি আগামীকাল শামলি যাবই।"
সেই মতো আজ সকাল থেকেই দলে দলে কৃষক আসতে শুরু করেন শামলিতে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগান দিচ্ছেন কৃষকরা। মাইকে বাজছে কৃষক আন্দোলন নিয়ে তৈরি করা গান। যার মধ্যে একটি গানে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে কৃষকদের কথা শোনার জন্য। অনেক কৃষককে দেখা গেছে মাঠে ট্র্যাক্টর নিয়ে ঘুরছে।
এর আগে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় মহাপঞ্চায়েতের আয়োজন করেছেন কৃষক নেতারা। প্রত্যেক জায়গায় ব্যাপক জনসমাগম হয়েছে।