পাঁচ রাজ্যে ভোট - সবথেকে বেশি বুথ বাড়লো কেরালায়

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত

সামনেই বিধানসভা ভোট পাঁচ রাজ্যে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম ও পদুচেরিতে ভোটের দামামা বেজে গেছে। তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরীতে ভোট হবে এক দফায় - আগামী ৬ এপ্রিল। আসামে ভোট হবে ৩ দফায়। ২৭ মার্চ শুরু হবে শেষ হবে ৬ এপ্রিল। পশ্চিমবঙ্গে ভোট হবে ৮ দফায়। ২৭ মার্চ শুরু হবে শেষ ২৯ এপ্রিল। ভোট গণনা আগামী ২ মে।

২০১৬ সালের তুলনায় বুথ সংখ্যা বেড়েছে সব রাজ্যেই। সবচেয়ে বেশি বেড়েছে কেরালাতে। প্রায় দ্বিগুণ হয়েছে সংখ্যাটা। পশ্চিমবঙ্গেও সংখ্যাটা লাখ ছাড়িয়েছে। ২০১৬ সালের তুলনায় বুথ সংখ্যা কত বেড়েছে এক নজরে দেখে নিন-

১. আসাম -

২০১৬ তে বুথ সংখ্যা – ২৪,৮৯০ টি

২০২১- এ বুথ সংখ্যা- ৩৩,৫৩০ টি

বৃদ্ধির হার- ৩৪.৭১%

২. তামিলনাড়ু-

২০১৬ তে বুথ সংখ্যা – ৬৬,০০৭ টি

২০২১- এ বুথ সংখ্যা- ৮৮,৯৩৬ টি

বৃদ্ধির হার- ৩৪.৭৩%

৩. পশ্চিমবঙ্গ-

২০১৬ তে বুথ সংখ্যা – ৭৭,৪১৩ টি

২০২১- এ বুথ সংখ্যা- ১,০১,৯১৬ টি

বৃদ্ধির হার- ৩১.৬৫ %

৪. কেরালা-

২০১৬ তে বুথ সংখ্যা – ২১,৪৯৮ টি

২০২১- এ বুথ সংখ্যা- ৪০,৭৭১ টি

বৃদ্ধির হার- ৮৯. ৬৫%

৫. পুদুচেরি-

২০১৬ তে বুথ সংখ্যা – ৯৩০ টি

২০২১- এ বুথ সংখ্যা- ১,৫৫৯ টি

বৃদ্ধির হার- ৬৭,৬৩%

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in