Uttar Pradesh: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক চর্চায় ফুলন দেবী

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। বাড়ছে রাজনৈতিক তৎপরতা। জাতপাতের অঙ্ক। আর সেই জাতপাতের অঙ্কে ভর করেই ফের আলোচনার শিরোনামে ফিরে এসেছেন আজ থেকে কুড়ি বছর আগে নিহত ফুলন দেবী।
ফুলন দেবী
ফুলন দেবীফাইল ছবি, সৌজন্যে দ্য প্রিন্ট

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। বাড়ছে রাজনৈতিক তৎপরতা। জাতপাতের অঙ্ক। আর সেই জাতপাতের অঙ্কে ভর করেই ফের আলোচনার শিরোনামে ফিরে এসেছেন আজ থেকে কুড়ি বছর আগে নিহত ফুলন দেবী। বিশেষত নিষাদ সম্প্রদায়ের জনগোষ্ঠী এবারের নির্বাচনে ফিরিয়ে আনতে চাইছে ফুলন দেবীকে। জাতিগত ভাবে যিনি ছিলেন নিষাদ সম্প্রদায়ভুক্ত।

১৯৮১ সালের ১৪ ফেব্রুয়ারি ২০ জন ঠাকুরকে হত্যা করে ত্রাস তৈরি করেছিলেন ফুলন দেবী। ১৯৯৪ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়েম সিং যাদব তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেবার পর সমাজবাদী পার্টিতে যোগ দেন চম্বলের একসময়ের ডাকাতরানী ফুলন দেবী। এরপরেই তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন। পরপর দু'দফায় সাংসদ হিসেবে নির্বাচিত হবার পর ২০০১ সালের ২৫ জুলাই মাত্র ৩৮ বছর বয়সে খুন হয়ে যান ফুলন দেবী।

সাধারণ মানুষের স্মৃতির আড়ালে প্রায় হারিয়ে যাওয়া ফুলন দেবীকে নিয়ে সম্প্রতি চর্চা শুরু হয়েছে নিষাদ পার্টির হাত ধরে। উত্তরপ্রদেশে বড় সংখ্যক নিষাদ ভোট নিজেদের দিকে আনতে এবার ফুলন দেবীকে তুলে ধরতে চাইছেন নিষাদ পার্টির প্রধান সঞ্জয় নিষাদ।

সম্প্রতি সঞ্জয় নিষাদ জানিয়েছেন, গোরক্ষপুরে তাঁরা ফুলন দেবীর এক মূর্তি বসাতে চান। কারণ তিনি নিষাদ সম্প্রদায়ের কাছে সম্মানীয়। এছাড়াও নিষাদ গোষ্ঠীর জন্য তফশিলি জাতি ভিত্তিক সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি। সঞ্জয় নিষাদের দাবি, নিষাদ গোষ্ঠীর বিরুদ্ধে থাকা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে হবে।

সঞ্জয় নিষাদের সুরে সুর মিলিয়ে বিহারের বিকাশশীল ইন্সান পার্টিও উত্তরপ্রদেশে ফুলন দেবীর ১৮টি মূর্তি বসানোর দাবি তুলেছে। যদিও নিষাদ গোষ্ঠীর নেতা চৌধুরী লাটুন রাম নিষাদ জানিয়েছেন, ফুলন দেবীর মূর্তি বসানোর অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ফুলন দেবী একজন অপরাধী। যদিও তাঁর দাবি, ফুলন দেবীর বিরুদ্ধে কোনো মামলা নেই এবং দু'বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তাই আগামীকাল ২৫ জুলাই তাঁর শহিদ দিবস পালন করা হবে।

লাটুন রাম নিষাদ আরও জানিয়েছেন, রাজ্যে নিষাদ সম্প্রদায় এবং নিষাদ সম্প্রদায়ভুক্ত মাল্লা, কেবত, বিন্দ, মাঝি, রাইকার, কাওয়ার এবং গেভার জনজাতির মোট জনসংখ্যা প্রায় ১.৭৮ কোটি। যার মধ্যে রাজ্যের ১৬০ বিধানসভা কেন্দ্রে দলের প্রায় ১.৫ লক্ষ সদস্য আছে। যদিও নেতৃত্বের অভাবে ভুগছে নিষাদরা।

অন্যদিকে প্রাক্তন বিজেপি নেতা কুয়ার সিং নিষাদ বিজেপি ছাড়ার পর নিষাদদের নিয়ে আন্দোলন শুরু করেছেন। তিনিও ২৫ জুলাই ফুলন দেবীর মৃত্যু দিবসে নিষাদ যাত্রার ডাক দিয়েছেন। তাঁর দাবি নিষাদদের জন্য সংরক্ষণ। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশে মোট ওবিসি জনসংখ্যার ১৮ শতাংশ নিষাদ।

নিষাদদের নিয়ে এই টানাটানিতে যোগ দিয়েছে সমাজবাদী পার্টিও। সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, মূলায়ম সিং যাদবের চেষ্টাতেই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছিলো ফুলন দেবীকে। তিনিই ফুলন দেবীর বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে তাঁকে জেলের বাইরে নিয়ে আসেন এবং সমাজবাদী পার্টির সাংসদ করেন। সমাজবাদী পার্টি সবসময়েই পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে বলেও দাবী ওই সমাজবাদী নেতার।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in