বেড়েছে বেকারত্বের হার, শেষ ১ বছরে চাকরি হারিয়েছেন প্রায় ১.৭ কোটি মানুষ

মাত্র তিন মাসে চাকরি হারিয়েছে ৯০ লাখ মানুষ। মূলত, ২০২০-২১-এর তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) চাকরি গিয়েছে ২.৮ শতাংশ হারে। যা দ্বিতীয় ত্রৈমাসিকের(২.৬ শতাংশ) থেকে বেশি।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

করোনা আবহের ধাক্কা সামলে দেশের অর্থনীতির দ্রুত উন্নতি হচ্ছে, এই ভেবে আনন্দ করার মতো কিছু হয়নি। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসের তুলনায় বর্তমানে কর্মরতের সংখ্যা কমেছে প্রায় ১.৭ কোটি। গত সেপ্টেম্বর ২০২০-র তুলনায় ২০২০ সালের ডিসেম্বরে দেশে মোট কর্মরতের সংখ্যা ৩৯.৮ কোটি থেকে কমে ৩৮.৯ কোটিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, মাত্র তিন মাসে চাকরি হারিয়েছে ৯০ লাখ মানুষ। মূলত, ২০২০-২১-এর তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) চাকরি গিয়েছে ২.৮ শতাংশ হারে। যা দ্বিতীয় ত্রৈমাসিকের(২.৬ শতাংশ) থেকে বেশি।

২০২০-র ডিসেম্বরে বেকারত্বের হার ছিল ৯.১ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ৬.৭ শতাংশ ও ২০১৯-এর ডিসেম্বরে ছিল ৭.১ শতাংশ। ডিসেম্বরে তুলনামূলকভাবে শহরাঞ্চলে চাকরি গিয়েছে অনেক দ্রুত হারে। নভেম্বরে যে হার ছিলো ৬.২ শতাংশ ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ৯.২ শতাংশে।

সমীক্ষায় দেখা গিয়েছে, অল্পবয়সী পুরুষ-মহিলা কর্মীদের চাকরি গিয়েছে তুলনামূলকভাবে বেশি। এমনিতেই ভারতের মতো দেশে মহিলাদের চাকরির বাজার বরাবরাই কম। এরমধ্যে লকডাউনের সময় অর্থনৈতিক সংকটের কারণে কোপ পড়েছে মহিলাদের উপরই বেশি। ৫২ শতাংশ মহিলা এইসময়ের মধ্যে কাজ হারিয়েছেন।

অন্য একটি স্তরে দেখা গিয়েছে, ২০১৯-এর তুলনায় ৪০ বছরের কম বয়সীদের চাকরি বেশি গিয়েছে এই সময়ে। সংখ্যার হিসেবে যা প্রায় ২.১৭ কোটি। ৩০ থেকে ৩৯ বছরের মধ্যে ৪৮ শতাংশ মানুষ চাকরি হারিয়েছেন। দেশের মোট চাকুরিজীবীর মধ্যে ২৩ শতাংশ মানুষ এই স্তরের মধ্যেই পড়েন। অন্যদিকে, ৪০ বছরের ঊর্ধ্বে ৭২ লাখ মানুষ এইসময়ের মধ্যে চাকরি পেয়েছেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in