‘অন্নদাতা এবং দেশের প্রতি এটাই বিজেপির আসল চেহারা।’ - বিস্ফোরক ভিডিও ট্যুইট করে দাবি সুরজেওয়ালার

গুরগাঁওতে বিজেপির কার্যকর্তা বৈঠক
গুরগাঁওতে বিজেপির কার্যকর্তা বৈঠকরণদীপ সিং সুরজেওয়ালার ট্যুইটার হ্যান্ডেলে পোষ্ট করা ভিডিও থেকে স্ক্রীনশট

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেসের রণদীপ সিং সুরজওয়ালা। সোমবার বিজেপির দলীয় সভার এক ভিডিও পোষ্ট করে ট্যুইটারে এই কংগ্রেস নেতা লেখেন – ‘বিজেপি নেতা দলের অধ্যক্ষ, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদদের সঙ্গে বৈঠকে কৃষকদের কীভাবে বিপথে চালিত করা যায় সেই পথ জানতে চাইছেন। স্পষ্ট করে বলছেন, কৃষকরা বুঝবেন না, তাঁদের বিপথে চালিত করতে হবে।’ ওই ট্যুইটেই তিনি আরও লেখেন – ‘অন্নদাতা এবং দেশের প্রতি এটাই বিজেপির আসল চেহারা।’

প্রসঙ্গত, এদিন ট্যুইটের সঙ্গে যে ভিডিও রণদীপ সিং সুরজেওয়ালা পোষ্ট করেছেন তাতে পেছনের ব্যানারে বিজেপির কার্যকর্তা বৈঠকের কথা লেখা আছে। ওই বৈঠকে মঞ্চে উপবিষ্ট আছেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। যাঁদের মধ্যে ছিলেন বিজেপি হরিয়ানা রাজ্য সভাপতি ও পি ধনকর, হিসারের বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং, রাজ্যের ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। যেখানে জনৈক বিজেপি নেতাকে উচ্চ নেতৃত্বের উদ্দেশ্যে বলতে শোনা গেছে – ‘কৃষকরা কোনো অবস্থাতেই বুঝতে রাজী নন…কীভাবে তাঁদের বিপথে চালিত করা যায় সেই বিষয়ে আমাদের কিছু পথ দেখান।’

আগামী ২৬ ফেব্রুয়ারি কৃষকদের অবস্থান আন্দোলনের ৯০ দিন পূর্ণ হবে। দীর্ঘ সময় ধরে দিল্লির বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে তিন কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবীতে কৃষকরা অবস্থান বিক্ষোভ করছেন। এর আগে কেন্দ্রের সঙ্গে এগারো দফা আলোচনার পরেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। গতকালই সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি একাধিক আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রায় প্রতিদিন উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন অঞ্চলে চলছে কৃষকদের আন্দোলনের সমর্থনে চলছে কৃষকদের মহাপঞ্চায়েত।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in