শেষ ৪ বছরে বেকারত্বের জ্বালায় আত্মহত্যা বেড়েছে ২৪ শতাংশ, দাবি NCRB রিপোর্টে

সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে বিজেপি শাসিত কর্ণাটকে। তারপর আছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। কর্ণাটকে চাকরি না পেয়ে আত্মহত্যা করেছেন ৫৫৩ জন। মহারাষ্ট্রে ৪৫২ জন ও তামিলনাড়ুতে ২৫১ জন আত্মহত্যা করেন।
শেষ ৪ বছরে বেকারত্বের জ্বালায় আত্মহত্যা বেড়েছে ২৪ শতাংশ, দাবি NCRB রিপোর্টে
প্রতীকী ছবি সংগৃহীত

'আচ্ছে দিন'-এর প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসে মোদি সরকার। পাশাপাশি প্রতিশ্রুতি ছিল প্রতি বছর ২ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। কিন্তু সেই চাকরির আকাল তারপরের ৮ বছরেও যায়নি। বেকারত্বের সংখ্যা বেড়েছে। চাকরি না পেয়ে বহু শিক্ষিত বেকার যুবক-যুবতী মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সবচেয়ে বেশি খারাপ অবস্থা মোদি জমানার গত চার বছরের। এই চার বছরের যে তথ্য 'ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো' দিয়েছে, তাতে চমকে ওঠার জোগাড়। রিপোর্ট বলছে, চাকরি না পেয়ে আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ। ২০১৯ সালে আত্মহত্যা করেছেন ২ হাজার ৮৫১ জন। ২০১৬ সালে সেই সংখ্যা ছিল ২ হাজার ২৯৮ জন।

এনসিআরবি-র তথ্য বলছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে বেকারদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে ২৪ শতাংশ। সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে বিজেপি শাসিত কর্ণাটকে। তারপর আছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। কর্ণাটকে চাকরি না পেয়ে আত্মহত্যা করেছেন ৫৫৩ জন। মহারাষ্ট্রে ৪৫২ জন ও তামিলনাড়ুতে ২৫১ জন আত্মহত্যা করেন। ২০১৬ সালে বাংলায় আত্মহত্যা করেছিলেন ১০৯ জন। ২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে ৯৫ ও ৭৫ সংখ্যাটাই ২০১৯ সালে কমে দাঁড়িয়েছে ৪০-এ।

'অচ্ছে দিনে'র আশ্বাস যে শুধু প্রতিশ্রুতিতেই আটকে রয়েছে, তা কেন্দ্রীয় সংস্থার রিপোর্টেই স্পষ্ট। তথ্য বলছে, ২০১৬ সালে বেকারত্বের কারণে আত্মহত্যা করেছিলেন ২২৯৮ জন। পরের বছরগুলিতে ক্রমপর্যায়ে ২৪০৪, ২৭৪১ ও ২৮৫১। এদিকে, ২০২০ ও ২০২১ সালে এখনও পর্যন্ত কোভিড পরিস্থিতি ও লকডাউনের জেরে কর্মহীন হয়েছেন কয়েক লক্ষ মানুষ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in