Sensex: শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করলো সেনসেক্স, পাল্লা দিয়ে পড়লো নিফটি

বাজার খোলার এক ঘন্টার মধ্যেই প্রায় ৯০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। যা দেখে বিনিয়োগকারীদের ধারণা হয়েছিল বাজার আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু দিনের শেষে ২০০ পয়েন্ট কমে সেনসেক্স এসে দাঁড়িয়েছে ৫৭০৬৪ পয়েন্টে।
Sensex: শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করলো সেনসেক্স, পাল্লা দিয়ে পড়লো নিফটি
প্রতীকী ছবি সংগৃহীত

দিনের শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করলো সেনসেক্স। ওমিক্রন আতঙ্ক গ্রাস করেছে বিশ্বের সমস্ত বিনিয়োগকারীকে। তালমাটাল অবস্থা কাটিয়ে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর মুহূর্তেই করোনার এই নতুন ভ‍্যারিয়েন্টের চোখরাঙানিতে ফের বিধ্বস্ত ভারতের শেয়ার বাজার।

আগের সপ্তাহে টানা ৫ দিন সেনসেক্সের পতন হয়েছিলো। তাই এই সপ্তাহে বিনিয়োগকারীদের আশা ছিলো নতুন করে বিনিয়োগের যে সুযোগ তৈরী হয়েছে সেটাকে কাজে লাগিয়ে শেয়ার বাজার আবার চাঙ্গা হবে। কিন্তু না, সমস্ত আশায় জল দিয়ে আরও পড়লো সেনসেক্স। পাল্লা দিয়ে পতন ঘটলো নিফটিরও।

দিনের শেষে ২০০ পয়েন্ট কমে সেনসেক্স এসে দাঁড়িয়েছে ৫৭০৬৪ পয়েন্টে। আজকেই বাজার খোলার এক ঘন্টার মধ্যেই প্রায় ৯০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। যা দেখে বিনিয়োগকারীদের ধারণা হয়েছিল বাজার আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু এরপরেই বিনিয়োগকারীরা হাতের শেয়ার বেঁচে পকেটে মুনাফা ভরতে শুরু করেন। এর ফলেই দিনের শেষে সেনসেক্স ও নিফটির পতন ঘটে।

এদিন সবথেকে বেশি সম্পদ হারিয়েছে মেটাল স্টকগুলি । টাটা স্টিলের শেয়ার পড়ে প্রায় ৪ শতাংশ। বিদ্যুৎ উৎপাদন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশনের শেয়ার মুল্য বাড়ে প্রায় ৩ শতাংশ।

গতকাল থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। বিনিয়োগকারীদের নজর এখন সেদিকেই। সংসদে কী কী গুরুত্বপূর্ণ বিল পাশ হয় সেদিকেই লক্ষ্য সকলের।

Sensex: শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করলো সেনসেক্স, পাল্লা দিয়ে পড়লো নিফটি
মূল্যবৃদ্ধির জের, গ্যাস ছেড়ে কাঠের জ্বালানিতে ফিরছেন 'উজ্জ্বলা যোজনা'র গ্রাহকরা - রিপোর্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in