রাষ্টায়ত্ত সংস্থাগুলো বেসরকারিকরণের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর!

বুধবার ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট আয়োজিত ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেন, 'সরকারের দায়িত্ব হল দেশের শিল্পসংস্থাগুলোর পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা। '
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদীনরেন্দ্র মোদীর ট্যুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত

সরকার অধিগৃহীত সংস্থাগুলোকে বেসরকারিকরণের জন্য উঠেপড়ে লেগেছে নরেন্ত্র মোদি সরকার। বলা হচ্ছে, 'ব্যবসা করা সরকারের কাজ নয়।' বুধবার ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট আয়োজিত ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেন, 'সরকারের দায়িত্ব হল দেশের শিল্পসংস্থাগুলোর পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা। কিন্তু কোনও শিল্পসংস্থার মালিক হওয়া বা ব্যবসা করা সরকারের কাজ নয়।'

তিনি আরও বলেন, 'একটা সময় ছিল যখন বিভিন্ন প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি হয়েছিল। কিন্তু এখন সময় বদলেছে। জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পে গুরুত্ব দেওয়া উচিত সরকারের।'

২০২১-২০২২-এর বাজেট নিয়ে মোদি বলেন, সরকার স্পষ্ট দিশা দেখিয়েছে কীভাবে উন্নয়নের লক্ষ্যে দেশকে এগোতে হবে। যে সমস্ত নীতি ৫০-৬০ বছর আগে ভাল বলে মনে হত, সেগুলোর সংস্কারের সুযোগ রয়েছে সর্বদাই। এখন যে সংস্কারের পথে সরকার চলছে, তাতে জনগণের টাকা সবচেয়ে ভালভাবে ব্যবহার করাই লক্ষ্য হওয়া উচিত। বহুদিন ধরে কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থা চলছে বলেই তাদের চালানোর মানে নেই। জনগণের, সমাজের উন্নতির লক্ষ্য হওয়া উচিত। ব্যবসা চালাতে গিয়ে অনেক দক্ষ আধিকারিকের ক্ষমতার অপব্যবহার হচ্ছে।

চারটি কৌশলগত ক্ষেত্র ছাড়া দেশের প্রায় সমস্ত সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণ করতে চায় সরকার। প্রধানমন্ত্রী জানান, এই ধরনের ১০০টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ করে ২.৫ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। তাঁর কথায়, 'আমাদের উদ্দেশ্য, এভাবে অর্থের সংস্থান করা। তারপর আধুনিকীকরণ করা। বেসরকারি ক্ষেত্র আধুনিক প্রযুক্তি, পরিচালনায় নয়া মানসিকতা ও দক্ষ কর্মী তৈরি করবে। গোটা ব্যবস্থা আরও দক্ষ হয়ে উঠবে।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in