Petroleum Price Hike: দু'দিন বিরতি দিয়ে ফের অগ্নিমূল্য, কিছু রাজ্যে সেঞ্চুরি পেট্রোলে

গত ৪মে-র পর থেকে পঞ্চমবার দাম বাড়লো পেট্রোল-ডিজেলের। দেশের মেট্রো শহরগুলোর পাশাপাশি সর্বত্রই দাম বেড়েছে পেট্রোপণ‍্যের। মহারাষ্ট্র, রাজস্থান ও মধ্যপ্রদেশের কিছু জায়গায় পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে।
Petroleum Price Hike: দু'দিন বিরতি দিয়ে ফের অগ্নিমূল্য, কিছু রাজ্যে সেঞ্চুরি পেট্রোলে
ছবি প্রতীকী সংগৃহীত

মাঝে দু'দিনের বিরতি দিয়ে ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম। গত ৪মে-র পর থেকে এই নিয়ে পঞ্চমবার দাম বাড়লো পেট্রোল-ডিজেলের। দেশের মেট্রো শহরগুলোর পাশাপাশি সর্বত্রই দাম বেড়েছে পেট্রোপণ‍্যের। এমনকি মহারাষ্ট্র, রাজস্থান ও মধ্যপ্রদেশের কিছু জায়গায় পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে।

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল বিপনন সংস্থাগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সর্বত্র পেট্রোলের দাম প্রতি লিটারে ২৬ পয়সা ও ডিজেলের দাম ৩৩ পয়সা বাড়ানো হয়েছে। মূল‍্যবৃদ্ধির পর দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৯১.৫৩ টাকা, আগে যা ছিল ৯১.২৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.৭৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৮২.০৬ টাকা।

দেশের মেট্রো শহরগুলোর মধ্যে জ্বালানি তেলের দাম সবথেকে বেশি মুম্বাইয়ে। আজকের মূল্যবৃদ্ধির পর দেশের বাণিজ্য রাজধানীতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.৬১ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৭.৮৬ টাকা। এক লিটার ডিজেলের দাম আজ ৮৯.১৭ টাকা‌।

তবে মহারাষ্ট্রের পার্বনীতে ১০০ টাকা ছাড়িয়ে গেছে পেট্রোলের দাম। সেখানে আজ এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০০.২০ টাকায়। রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছু জায়গাতেও ১০০ ছাড়িয়েছে পেট্রোলের দাম। রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলাতে এবং মধ্যপ্রদেশের অনুপপুরে এক লিটার পেট্রোলের দাম যথাক্রমে ১০২.৪২ টাকা এবং ১০২.১২ টাকা। ভোপালে এক লিটার পেট্রোলের দাম ৯৯.৫৫ টাকা।

কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারপ্রতি বেড়েছে ২৫ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ৩৩ পয়সা। অর্থাৎ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৯১.৪১ টাকা থেকে বেড়ে হয়েছে ৯১.৬৬ টাকা। আজ এক লিটার ডিজেলের দাম ৮৪.৯০ টাকা, আগে যা ছিল ৮৪.৫৭ টাকা।

চেন্নাইয়ে লিটারপিছু পেট্রোল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৯৩.৩৮ টাকা এবং ৮৬.৯৬ টাকা। গতকাল এই দাম ছিল যথাক্রমে ৯৩.১৫ টাকা এবং ৮৬.৬৫ টাকা।

প্রসঙ্গত, স্থানীয় কর ও পরিবহন খরচের ওপর নির্ভর করে দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল-ডিজেলের দাম বিভিন্ন হয়। গত ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন চলাকালীন পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছিল তেল বিপণন সংস্থাগুলো। এরপর ফল ঘোষণার আগে পর্যন্ত এই দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফল ঘোষণার পর ৪মে থেকে ফের জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in