তৃণমূলে ফিরতে চেয়ে চাপ দলত্যাগীদের, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে মুকুল রায়

মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত মা-কে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সদ্য দলে যোগ দেওয়া মুকুল রায় ও তারপুত্র শুভ্রাংশু রায়। কিন্তু একে শুধুই সৌজন্য সাক্ষাৎ বলে মেনে নিতে চায় না রাজনৈতিক মহল।
পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়
পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়ফাইল ছবি সংগৃহীত

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই দলত্যাগীদের চাপ ক্রমশ বাড়ছে মুকুলের ওপর। এবার তাই শরণাপন্ন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-এর? এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। যদিও মঙ্গলবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত মা-কে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সদ্য দলে যোগ দেওয়া মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়। যদিও একে শুধুই সৌজন্য সাক্ষাৎ বলে মেনে নিতে চায় না রাজনৈতিক মহল।

সমবেদনা জানাতেই পার্থর সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে মুকুল রায় এদিন জানিয়েছেন । তিনি বলেন , 'পার্থ ছােটোবেলার বন্ধু। তাই ওঁর সঙ্গে একটু কথা বলে গেলাম।' এদিন দুপুর তিনটে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর নাকতলার বাসভবনে যান মুকুল রায়, ছেলে শুভ্রাংশু রায় - সহ বেশ কয়েক জন অনুগামী। উল্লেখ্য, গত রবিবারই পার্থবাবুর মা শিবানী চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন।

সোজা সাপটা ভাষায় মুকুল সৌজন্য বললেও রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, একসময় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বহু নেতা কর্মী। কিন্তু মুকুল বিজেপি ছাড়তেই পুনরায় তাঁরা আবারও ফিরতে চাইছেন ঘাসফুল শিবিরে। তাই ঘন ঘন ফোন করে চাপ বাড়াচ্ছেন মুকুল ঘনিষ্ঠরা।

শুধু মুকুল ঘনিষ্ঠ বললেও কম হবে। কারণ এবার পদের লোভে তৃণমূলে ভিড়তে চাইছেন শুভেন্দু অনুগামীরাও। এদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফতেয়া জারি করেছেন সবাইকে নেওয়া হবে তারও কোনো কারণ নেই। অর্থাৎ যারা ফিরতে চাইছেন সবাই যে ফিরতে পারবেনই তাও সঠিক নয়। অন্যদিকে মুকুল দল ছাড়তেই সতর্ক হয়েছে বিজেপি। দলত্যাগীদের ওপর নজরদারি আরও বেড়ে গিয়েছে। ফলে বিজেপিতে থেকেও কতটা কাজ করা সম্ভব তা নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

পার্থর মায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পরেই দলীয় সতীর্থের সঙ্গে দেখা করেন মুকুল রায়। এরপর দীর্ঘক্ষণ কথাও হয় দুই নেতার মধ্যে। দু'পক্ষের ঘনিষ্ঠরাই , এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন। কিন্তু আসলে দলত্যাগীরা দলে ফিরতে মরিয়া।

রবিবারই পার্থর মাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলে ফিরতে চেয়েছেন সোনালী গুহ। এমনকি সোমবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনে একসঙ্গে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়াও সম্প্রতি দলত্যাগীদের দলে ফেরার তালিকা যোগ হয়েছে দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডল এর নাম। তৃণমূল সূত্র মারফত জানা গিয়েছে নিজের সাংসদ পদ বজায় রাখতে তিনিও তৃণমূলে ফিরতে মরিয়া। এছাড়া প্রায় দিনই বিজেপিতে যাওয়া নেতাকর্মীদের বেসুরো সুর শুনতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

পাশাপাশি বিজেপির বিধায়ক থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে প্রসঙ্গে মঙ্গলবার পার্থর বাড়ি থেকে বেরনাের সময় মুকুল বলেন, 'আইনে যা আছে , তাই হবে।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in