G-23: বদল আনতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সমর্থন প্রয়োজন জি২৩-র
সোনিয়া গান্ধী ফাইল ছবি সংগৃহীত

G-23: বদল আনতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সমর্থন প্রয়োজন জি২৩-র

এক শ্রেণীর নেতার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার দাবির মধ্যে কংগ্রেস এ মাসেই সম্ভবত দলের সর্বোচ্চ নিয়ামক কমিটির বৈঠক ডাকতে চলেছে। আলোচনা হবে দলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে।

এক শ্রেণীর নেতার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার দাবির মধ্যে কংগ্রেস এ মাসেই সম্ভবত দলের সর্বোচ্চ নিয়ামক কমিটির বৈঠক ডাকতে চলেছে। আলোচনা হবে দলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে।

কিন্তু জি২৩ চায় দলে আমূল বদল আনতে। বর্তমান নেতৃত্বের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোন বদল আনতে গেলে বা কোন প্রস্তাব পাশ করাতে হলে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সমর্থন জরুরি।

দলের এক সূত্র জানাচ্ছে 'গুলাম নবি আজাদ সনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকতে বলেছেন। কিন্তু দলীয় নিয়ম নীতি অনুযায়ী তাঁর কোন বাধ্যবাধকতা নেই। কংগ্রেস সভানেত্রীই একমাত্র বৈঠক ডাকতে পারেন। সিদ্ধান্ত নিতে হলে ওয়ার্কিং কমিটির অধিকাংশের সমর্থন লাগবে।

সিডবলুসি প্রেসিডেন্টকে সরাতে বা নতুন কাউকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করতে পারে। কিন্তু তা করতে হলে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার।

দলের সংবিধান অনুযায়ী ওয়ার্কিং কমিটিতে থাকতে পারেন দলের প্রেসিডেন্ট, সংসদে দলের নেতা এবং ২৩জন অন্য সদস্য। যার মধ্যে ১২জনকে ওয়ার্কিং কমিটির বিধিমাফিক নির্বাচিত করবে এআইসিসি। বাকিদের নিযুক্ত করবেন প্রেসিডেন্ট। ওয়ার্কিং কমিটির বৈঠকে কোরামের জন্য ৮জন সদস্যের উপস্থিতি প্র‍য়োজন।

কংগ্রেসের এক নেতা বলেছেন জি২৩ গরিষ্ঠ অংশের সমর্থন পাবে না। বর্তমান কমিটিতে নেতারা ও তাদের সমর্থকদের সংখ্যা ছয়ের বেশি নয়। তাও যদি পি চিদাম্বরম এবং অন্য কয়েকজনকে ধরা হয়।

গত বছর সঠিক ও কার্যকরী নেতৃত্ব এবং দলে সংস্কারের দাবিতে সনিয়া গান্ধীকে লেখা চিঠিতে সই ছিল আজাদ, মুকুল ওয়াসনিক এবং আনন্দ শর্মার। তাঁরা ওয়ার্কিং কমিটির সদস্য।

বেশ কয়েকজন নামী ব্যক্তিত্ব দল ছাড়ায় সম্প্রতি জি২৩ নেতারা স্বর চড়িয়েছেন।তাঁদের অভিযোগ তাঁরা যে সব বিষয় তুলেছিলেন তার সমাধান হয়নি।

বিশিষ্ঠ নেতা কপিল সিবাল দলের নেতৃত্বের প্রতি আক্রমণ শানিয়ে বলেন, দলে কে সিদ্ধান্ত নিচ্ছে? তিনি বলেন, চিঠি লেখার এক বছর পরেও সাংগঠনিক নির্বাচনের দাবি মেটানো হয়নি।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.