Bihar: ১০৮ বছর আগে দায়ের করা জমি মামলার রায় দিলো ভোজপুর আদালত

১১ মার্চ, আরা-র অতিরিক্ত জেলা বিচারক শ্বেতা সিং আদালতে মামলা দায়েরকারী রাজপুত পরিবারের একজন দরবারী সিংয়ের চতুর্থ প্রজন্মের উত্তরাধিকারী অতুল সিংয়ের পক্ষে রায় দিয়েছেন।
ভোজপুর আদালত
ভোজপুর আদালতফাইল ছবি ফেসবুকের সৌজন্যে

অবাক হলেও সত্যি। বিহারের ভোজপুরের একটি জেলা আদালত সম্প্রতি ১০৮ বছর আগে দায়ের করা একটি জমি বিরোধ মামলার রায় দিয়েছে। ১১ মার্চ, আরা-র অতিরিক্ত জেলা বিচারক শ্বেতা সিং আদালতে মামলা দায়েরকারী রাজপুত পরিবারের একজন দরবারী সিংয়ের চতুর্থ প্রজন্মের উত্তরাধিকারী অতুল সিংয়ের পক্ষে রায় দিয়েছেন।

আইনজীবীদের একটি দল - গণেশ পান্ডে এবং আরা আদালতের সত্যেন্দ্র নারায়ণ সিং -- অতুল সিংয়ের পক্ষে মামলাটি চালিয়েছিলেন।

সত্যেন্দ্র নারায়ণ সিং বলেন, তিন একর জমি নিয়ে গত ১০৮ বছর ধরে কোয়েলওয়ারের দুই রাজপুত পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিবাদের কারণে জমিটি রাজ্য সরকার সংযুক্ত করে।

সম্প্রতি এক রায়ে, এডিজে শ্বেতা সিং জানিয়েছেন: "এটি কোনও দুর্ঘটনা নয় যে বিচারিক রায়ের সম্মতিতে সংবিধানের ২১ অনুচ্ছেদে সুরক্ষিত জীবনের অধিকার রয়েছে।" আদালত কর্তৃপক্ষকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছেন।

সিং জানিয়েছেন, "১৯১৪ সালে ব্রিটিশ আমলে মামলাটি হাজির হয়েছিল এবং এই মামলা দায়ের করেছিলেন অতুল সিংয়ের দাদা দরবারী সিং।"

তিনি বলেন, "আমি জেনেছি যে বিরোধী পক্ষ উচ্চ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করতে পারে। যদি এমন হয়, আমরা আবার মামলা লড়ব।"

প্রসঙ্গত, নয় একর জমির মালিক আজহার খান নামক এক ব্যক্তির কাছ থেকে তিন একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। দরবারী সিং সহ দুই রাজপুত পরিবার তার কাছ থেকে এই তিন একর জমি অধিগ্রহণ করেছিলেন।

কোয়েলওয়ার পাটনা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে পাটনা-আরাহ জাতীয় সড়ক ৩০-এ শোন নদীর তীরে অবস্থিত। পাটনা-বক্সার চার লেন সড়ক নির্মাণের কারণে বর্তমানে এই জায়গার দাম অনেক বেড়েছে। বর্তমান বাজার দর অনুসারে এই তিন একর জমির দাম এখন দাঁড়িয়েছে ১৮ কোটি টাকার বেশি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in