
মাত্র এক টাকায় ইডলি! এই সময়ে ভাবাই যায় না! দীর্ঘ ৩০ বছর ধরে একই দাম। দেশজুড়ে লকডাউন জারি, ব্যবসাও ঠিকমতো চলছে না। তবুও পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে এক টাকাতেই ইডলি, সম্বর বিক্রি করে যাচ্ছেন তামিলনাড়ুর ৮৫ বছরের বৃদ্ধা কে কমলাথাল।
দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের টাকা পয়সা শেষ হয়ে আসছে। খাবার জোগাড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর তাঁদের যাতে খালি পেটে থাকতে না হয় তার জন্যই শত কষ্ট হলেও পাশে আছেন কমলাথাল। তিনি যেন সত্যিই অন্নপূর্ণা।
কে কমলাথাল সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পরিচিত হয়ে উঠেছেন। তাঁর শর্তহীন ভালোবাসা মন ছুঁয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের। কাইফ কে কমলাথালের ছবি টুইটারে শেয়ার করেছেন।
কাইফ বলেন, "তামিলনাড়ুর ৮৫ বছরের বৃদ্ধা কে কমলাথাল জি। যিনি ৩০ বছর ধরে মাত্র ১ টাকায় ইডলি বিক্রি করছেন। লোকসান সত্ত্বেও আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেছেন তিনি। তাঁর নিঃস্বার্থ সেবা এক অণুপ্রেরণা।"