২০১৭ সালে NSC বাজেটে ১০ গুণ বৃদ্ধি! পেগেসাস নজরদারি কাণ্ডে JPC তদন্তের দাবি ইয়েচুরির

ট্যুইটে ইয়েচুরি লেখেন, ২০১৭ সালে জাতীয় সুরক্ষা পরিষদের বাজেটে ১০ শতাংশ বৃদ্ধি ঘটে। এই ঘটনার সঙ্গে ২০১৭ সালে মোদীর ইজরায়েল সফর এবং নেতানইয়াহুর সঙ্গে ভূমধ্যসাগরের তটে খালি পায়ে ভ্রমণের ছবি ইঙ্গিতপূর্ণ।
সীতারাম ইয়েচুরি
সীতারাম ইয়েচুরিফাইল ছবি সংগৃহীত

পেগেসাস নজরদারি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শুক্রবার এক ট্যুইট বার্তায় এই দাবি করেন ইয়েচুরি।

এদিনের ট্যুইটে ইয়েচুরি লেখেন, ২০১৭ সালে জাতীয় সুরক্ষা পরিষদের বাজেটে ১০ শতাংশ বৃদ্ধি ঘটে। এই ঘটনার সঙ্গে ২০১৭ সালে মোদীর ইজরায়েল সফর এবং নেতানইয়াহুর সঙ্গে ভূমধ্যসাগরের তটে খালি পায়ে ভ্রমণের ছবি ইঙ্গিতপূর্ণ। এটাই কি ভারতীয়দের ওপর পেগেসাস স্পাইওয়ার নজরদারির সূচনা?

তাঁর এদিনের ট্যুইটের সঙ্গে এদিন বেশ কিছু তথ্য সম্বলিত একটি ছবি শেয়ার করেছেন ইয়েচুরি। যেখানে বলা হয়েছে – ২০১১-১২ সালে জাতীয় সুরক্ষা পরিষদের বাজেটে বরাদ্দ ছিলো ১৭.৪৩ কোটি টাকা। ২০১২-১৩ সালে সামান্য বেড়ে এই বরাদ্দ হয় ২০.৩৩ কোটি টাকা এবং ২০১৩-১৪ সালে এই বরাদ্দ দাঁড়ায় ২৬.০৬ কোটি টাকায়।

ইয়েচুরি আরও জানিয়েছেন, ২০১৪-১৫ সালে এনডিএ-২ ক্ষমতায় আসার পরেই জাতীয় সুরক্ষা পরিষদের বরাদ্দ বেড়ে হয় ৪৪.৪৬ কোটি টাকা। ২০১৬-১৭ সালে এই বরাদ্দ ৩৩ কোটি টাকা ছিলো। যদিও ২০১৭-১৮ সালে আচমকা এই বরাদ্দ বেড়ে হয় ৩৩৩ কোটি টাকা।

প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়ারের নজরদারির ঘটনা বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হবার পরেই এই বিষয় নিয়ে উত্তাল হয়েছে রাজনৈতিক মহল। পেগেসাস নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্নে বারবার মুলতুবি হচ্ছে সংসদের বাদল অধিবেশন। কংগ্রেসের পক্ষ থেকে পেগেসাস কাণ্ডের তদন্ত সহ পদত্যাগ দাবি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গত সোমবার কংগ্রেসের তরফ থেকে এই বিবৃতিতে বলা হয় - “দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে কী বরখাস্ত করা উচিৎ নয়? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য যারা এই ঘটনার সাথে জড়িত, তাঁদের বিরুদ্ধে পূর্ণ তদন্ত হওয়া উচিৎ”।

সম্প্রতি অনলাইন নিউজ প্ল্যাটফর্ম The Wire এক প্রতিবেদনে দাবি করে - ভারতের প্রায় ৪০ জন সাংবাদিক, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, ব্যবসায়ী সহ ৩০০-র বেশি মোবাইল নাম্বার হ্যাক করেছে পেগাসাস স্পাইওয়্যার। এক লাইসেন্সপ্রাপ্ত ইজরায়েলি সংস্থা NSO গ্রুপ এই স্পাইওয়্যার কেবল নির্বাচিত সরকারকে বিক্রি করে সন্ত্রাসবাদী ও অপরাধীদের সন্ধানের জন্য। পেগেসাস নজরদারির বিষয়ে দ্য ওয়াশিংটন পোষ্ট, দ্য গার্ডিয়ান-এর মত প্রখ্যাত আন্তর্জাতিক সংবাদমাধ্যম একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in