Weather: বাড়ছে উষ্ণতা, মার্চ মাসের গড় তাপমাত্রা ভেঙে দিলো ১২২ বছরের রেকর্ড

দেশে গত মার্চ মাসের গড় তাপমাত্রা রেকর্ড ভেঙে দিলো ১২২ বছরের। ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট (আইএমডি)-র বক্তব্য অনুসারে ২০২২ সালের মার্চ মাসে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.১ ডিগ্রি।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত

দেশে গত মার্চ মাসের গড় তাপমাত্রা রেকর্ড ভেঙে দিলো ১২২ বছরের। ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট (আইএমডি)-র বক্তব্য অনুসারে ২০২২ সালের মার্চ মাসে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.১ ডিগ্রি। যা ১৯০১ সালের পর সবথেকে বেশি। সে বছর গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস। আইএমডি জানিয়েছে, গত ২০ মার্চ দিল্লিতে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পিতমপুরে মনিটরিং স্টেশনের হিসেব অনুসারে তা ছিলো ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

এই বছরের মার্চ মাসে দেশের হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, চন্ডীগড় প্রভৃতি রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বেশি ছিলো বলে জানিয়েছে আইএমডি। মার্চ মাসেই দেশের বহু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে বলেও জানিয়েছে আইএমডি। যার মধ্যে আছে দেশের বাণিজ্য নগরী মুম্বাই।

আইএমডি-র পর্যবেক্ষণ অনুসারে এই বছরের মার্চ মাসে সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো যথাক্রমে ৩২.৬৫ এবং ২৬.৩০ ডিগ্রি সেলসিয়াস। যেখানে স্বাভাবিক অবস্থা অনুসারে তাপমাত্রা থাকার কথা ৩২.২৪ এবং ২৫.০৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ দিল্লীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৭৬ বছরের মধ্যে সর্বাধিক ছিলো। ওইদিন পালামে তাপমাত্রা ছিলো ৩৯.৭, নারেলাতে ৪১.৭, আয়া নগরে ৪০.৬, দিল্লি ইউনিভার্সিটিতে ৩৯.৮, লোদী রোডে ৩৯.৬ এবং রিজ এলাকায় ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৪৫ সালের মার্চ মাসে দিল্লীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in