৪৩ বিলিয়ন ডলারে 'ট্যুইটার' কেনার চেষ্টা না করে 'শ্রীলঙ্কা' কিনুন, এলন মাস্ককে কটাক্ষ নেটিজেনদের

মাস্ক স্বীকার করেছেন যে তিনি ‘নিশ্চিত নন’ যে আদৌ ট্যুইটার কিনতে সক্ষম হবেন কিনা! তাঁর সংযোজন, যদি প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় তবে একটি প্ল্যান বি আছে।
এলন মাস্ক
এলন মাস্ক

টেসলার সিইও এলন মাস্ককে ট্যুইটার ব্যবহারকারীরা কটাক্ষ করে জানিয়েছে - ৪৩ বিলিয়ন ডলারের বিনিময়ে মাইক্রোব্লগিং সাইটের পরিবর্তে শ্রীলঙ্কাকে অধিগ্রহণ করুক, কারণ দেশটি তার স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি।

একজন ব্যক্তি লিখেছেন – “এলন মাস্ক, আপনি সত্যি যদি কিছু কিনতে চান তাহলে শ্রীলঙ্কা কিনুন। ট্যুইটারকে একা ছেড়ে দিন।” সম্ভবত শ্রীলঙ্কারই এক নাগরিক লিখেছেন – “এলন মাস্ক, আপনি কি ৪৩ বিলিয়ন ডলারের শ্রীলঙ্কা কিনতে চান? আপনার টেলসার জন্য আমাদের কাছে বোগালায় বিশ্বের সেরা গ্রাফাইট রয়েছে।”

সম্প্রতি, ধনকুবের মাস্ক জানিয়েছেন যে তিনি ট্যুইটার কেনার প্রস্তাব দিয়েছেন। ট্যুইটারের ১০০ শতাংশ শেয়ার কিনতে শেয়ার প্রতি ৫৪.২০ ডলার দিতে ইচ্ছুক। সেক্ষেত্রে এই সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানির মূল্য হবে প্রায় ৪৩ বিলিয়ন ডলার।

মাস্ক স্বীকার করেছেন যে তিনি ‘নিশ্চিত নন’ যে আদৌ ট্যুইটার কিনতে সক্ষম হবেন কিনা! তাঁর সংযোজন, যদি প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় তবে একটি প্ল্যান বি আছে। ইতিমধ্যে, ট্যুইটার ঘোষণা করেছে যে তাদের পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে একটি ‘সীমিত মেয়াদের শেয়ারহোল্ডার অধিগ্রহণ পরিকল্পনা’ গ্রহণ করেছে। মাস্কের ট্যুইটার অধিগ্রহণের জন্য এই অযাচিত প্রস্তাবের ঠিক পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এলন মাস্ক ট্যুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন। শেয়ার কেনার পরই মাস্ককে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ট্যুইটার কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করতে রাজি হননি তিনি। পরিচালনা পর্ষদে যোগ দিলে তিনি কেবলমাত্র একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ারের মালিক হতে পারবেন, তার বেশি আর কোনো শেয়ার কিনতে পারবেন না।

- with IANS inputs

এলন মাস্ক
যোগীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক, প্রোফাইল পিকচারে বাঁদরের কার্টুন পোস্ট করল হ্যাকাররা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in