আগামী ২৪ ঘন্টায় আরও কাঁপবে রাজ্যবাসী, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে

দক্ষিণের প্রায় প্রতিটি জেলাতেই আগামীকাল পারদ ১০ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। পরবর্তী দিনগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যেই থাকবে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী নিজস্ব চিত্র

আগামী ২৪ ঘন্টায় জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে। কোনো কোনো জেলায় ১০ ডিগ্রির নীচেও পারদ নামতে পারে। এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে।

আবহাওয়া দপ্তরের আধিকারিক, সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘন্টায় ২-৩ ডিগ্রি পারদ নামার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ-ছয় দিন ঠান্ডা একইরকম থাকবে। ১৫ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে।

আগামী ৩ দিন হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা থাকবে। আগামীকাল ঘন কুয়াশা থাকবে কোচবিহারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই। দক্ষিণের প্রায় প্রতিটি জেলাতেই আগামীকাল পারদ ১০ ডিগ্রির আশেপাশে থাকবে। পরবর্তী দিনগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যেই থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। চলতি মরশুমে  এই প্রথম তাপমাত্রার পারদ ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। সর্বচ্চো তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

ছবি প্রতীকী
BYJU'S: মেসির সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্যই বাইজুসের ২৫০০ কর্মী ছাঁটাই! তুঙ্গে বিতর্ক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in