কেন্দ্রের নতুন নিয়মের বেড়াজালে সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্ম

নজরদারি ও নিয়মকানুনও কড়া হতে চলেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি সংগৃহীত

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি: কেন্দ্রের নিয়মের জালে বাঁধা পড়তে চলেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ও টুইটার ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম। নজরদারি ও নিয়মকানুনও কড়া হতে চলেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য। ইন্টারনেটের 'অপব্যবহার' রুখতে নতুন আইন আনল কেন্দ্রের মোদি সরকার।

ওটিটি মাধ্যমগুলোয় অপ্রীতিকর কোনও বিষয়বস্তু থাকলে তা ৩৬ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হবে কেন্দ্রের এই নতুন নিয়মে। এই বিষয়ে দেখভালের জন্য একটি অভিযোগ দায়ের বক্স গঠন করা হয়েছে। যার নেতৃত্বে একজন অফিসারও নিয়োগ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার জন্য নিম্নলিখিত নিয়মগুলো চালু করা হয়েছে:

১. যৌনতা, বিকৃত করা ছবির মতো বিষয়গুলোকে ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হবে।

২. এই ধরনের অভিযোগ নেওয়ার জন্য প্রত্যেক ক্ষেত্রেই একজন করে অফিসার নিয়োগ করা হবে।তিনি ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ গ্রহণ করে ১৫ দিনের মধ্যে তা নিরসন করবেন।

৩. ভারতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করে এমন কোনও বিষয় পোস্ট করা যাবে না।

৪. দুটি ভাগে সোশ্যাল মিডিয়ার সমস্যাগুলো খতিয়ে দেখা হবে।

৫. সোশ্যাল মিডিয়া কোনও তথ্য যদি মুছে দেওয়া হয়, তাহলে সে সম্বন্ধে বিস্তারিত ব্যবহারকারীকে জানাতে হবে। এছাড়াও আরও অনেক নির্দেশিকা জারি করা হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মের জন্যও কিছু নতুন নিয়ম এনেছে কেন্দ্র। তা হল:

১. ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টকে ৫ ভাগে ভাগ করতে হবে। সবার জন্য হলে ইউ( ইউনিভার্সাল), এর পরে বয়সের ভাগ মেনে ইউ/এ ৭ বছরের ঊর্ধ্বে, ইউ/এ ১৩ বছরের ঊর্ধ্বে, ইউ/এ ১৬ বছরের ঊর্ধ্বে ও প্রাপ্তবয়স্ক(এ)।

২. ওটিটি কে এখনই সেন্সরের আওতায় আনা হবে না। তবে গ্রিভান্স অফিসার নিয়োগ করতে হবে। অভিযোগের ব্যবস। তা নিতে হবে ১৫ দিনের মধ্যে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in