ফের FIR ট্যুইটারের বিরুদ্ধে, কেন্দ্রের নতুন আইটি রুল অমান্য করার পর এই নিয়ে ৪ বার

NCPCR-এর অভিযোগের ভিত্তিতে পসকো এবং আইটি আইনে দিল্লি পুলিশের সাইবার সেল এই মামলা দায়ের করেছে। অভিযোগে NCPCR জানিয়েছে, ট‍্যুইটারে প্রতিনিয়ত চাইল্ড প্রর্নোগ্রাফির ভিডিও পোস্ট করা হচ্ছে।
ফের FIR ট্যুইটারের বিরুদ্ধে, কেন্দ্রের নতুন আইটি রুল অমান্য করার পর এই নিয়ে ৪ বার
প্রতীকী ছবি

আরও একটি FIR দায়ের হলো ট‍্যুইটারের বিরুদ্ধে। কেন্দ্রের নতুন আইটি রুল মানতে অস্বীকার করার পর থেকে এই নিয়ে চারটি মামলা দায়ের হলো ট‍্যুইটারের বিরুদ্ধে। এবার মামলা দায়ের হয়েছে চাইল্ড পর্নোগ্রাফি ইস‍্যুতে।

ন‍্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস বা NCPCR-এর অভিযোগের ভিত্তিতে পসকো এবং আইটি আইনে দিল্লি পুলিশের সাইবার সেল এই মামলা দায়ের করেছে। অভিযোগে NCPCR জানিয়েছে, ট‍্যুইটারে প্রতিনিয়ত চাইল্ড প্রর্নোগ্রাফির ভিডিও পোস্ট করা হচ্ছে।

এই বিষয়ে দিল্লি পুলিশ প্রধান এবং সাইবার সেলকে দুটি চিঠি লিখেছিল NCPCR। ২৯ জুন অর্থাৎ আজকের মধ্যেই সাইবার সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন।

এর আগে এই মাসেই গাজিয়াবাদের এক বৃদ্ধ মুসলিম ব‍্যক্তির লাঞ্ছিত হওয়ার ভিডিও ট‍্যুইটারে ব‍্যাপক ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মটির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ট‍্যুইটার ইন্ডিয়ার প্রধান মণীশ মাহেশ্বরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল পুলিশ। কিন্তু কর্ণাটক হাইকোর্ট তাঁর গ্রেফতারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কর্ণাটক হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

ট‍্যুইটারের ওয়েবসাইটে ভারতের ভুল মানচিত্র প্রকাশের অভিযোগে মণীশ মাহেশ্বরীর বিরুদ্ধে আরো একটি এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বজরং দলের এক নেতার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর অভিযোগ, ওই ট‍্যুইটারে প্রকাশিত মানচিত্রে জম্ম-কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে রাখা হয়েছে।

এই একই অভিযোগে মধ্যপ্রদেশেও একটি এফআইআর দায়ের হয়েছে মাহেশ্বরীর বিরুদ্ধে।

কেন্দ্রের নতুন আইটি নিয়ম মানতে অস্বীকার করায় এই মাসের শুরুতেই ভারতে আইনি সুরক্ষা হারিয়েছে ট‍্যুইটার।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in