ফেসবুক, টুইটারের পর এবার কোভিড সংক্রান্ত পোস্ট মুছছে ইনস্টাগ্রামও

বিজেপি নেতা তেজস্বী সূর্য জনসাধারণের উদ্দেশ্যে যা যা মন্তব্য করেছিলেন তা মুছে দেওয়া হয়েছে
ফেসবুক, টুইটারের পর এবার কোভিড সংক্রান্ত পোস্ট মুছছে ইনস্টাগ্রামও

ফেসবুক, টুইটারের পর এবার ইনস্টাগ্রাম কোভিড সংক্রান্ত খবরে কাঁচি করতে শুরু করেছে। দিল্লির এক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের মতে, ৬ মে থেকে ইনস্টাগ্রাম কোভিড সংক্রান্ত পোস্ট ডিলিট করতে শুরু করেছে। প্রাথমিকভাবে, দেশের যে সব জায়গা থেকে কোভিড ত্রাণ ও ভলান্টিয়াররা কাজ করেন সেখানকার ইনস্টাগ্রাম পোস্ট ও বেঙ্গালুরুতে দাঁড়িয়ে বিজেপি নেতা তেজস্বী সূর্য জনসাধারণের উদ্দেশ্যে যা যা মন্তব্য করেছিলেন তা মুছে দেওয়া হয়েছে।

আইএফএফ আরও জানিয়েছে, এরকম এমন উদাহরণ রয়েছে, যেখানে কোভিড ত্রাণ ও রাজনীতি নিয়ে ব্যক্তিগত আলোচনা করা হয়েছে। ইনস্টাগ্রামের অফিশিয়াল কমিউনিকেশন ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, কোভিড সংক্রান্ত কোনও মন্তব্য পেজের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। যা পরে ইনস্টাগ্রামের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তাই এমন সিদ্ধান্ত।

আইএফএফ-এর এগজিকিউটিভ ডিরেক্টর অপার গুপ্তা জানিয়েছেন, ইনস্টাগ্রামে পোস্ট করা এমন খবর সামাজিক ও রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। যার ফলে কোভিড মহামারির সময় অস্থিরতার সৃষ্টি হতে পারে। শুধু কোভিড সংক্রান্ত বিষয়ই নয়, পূর্ব জেরুজালেম থেকে প্যালেস্তিনিয়দের সরিয়ে দেওয়ার খবর সংক্রান্ত পোস্টও ইনস্টাগ্রাম থেকে মুছে দেওয়া হচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in