Earthshot Prize:বিশ্বের সবচেয়ে সম্মানজনক পরিবেশ পুরস্কারের ফাইনালে ভারতীয় কিশোরী, দেশীয় প্রযুক্তি

বিনিশা একটি সৌরশক্তিচালিত আয়রনিং কার্ট তৈরি করেছেন যা বাতাসের গুণমান বৃদ্ধি করবে। প্রযুক্তি সংস্থা তাকাচার (Takachar) কৃষিবর্জ্য থেকে লাভজনক পণ্য প্রস্তুত করার প্রযুক্তির সন্ধান দিয়েছে।
বিনিশা উমাশঙ্কর তাঁর সৌরশক্তিচালিত আয়রনিং কার্টের সাথে
বিনিশা উমাশঙ্কর তাঁর সৌরশক্তিচালিত আয়রনিং কার্টের সাথে ছবি EastMojo থেকে নেওয়া

ভারতের এক চোদ্দ বছরের কিশোরী এবং একটি অভিনব দেশীয় প্রযুক্তি স্থান পেয়েছে আর্থশট পুরস্কারের প্রথম এডিশনের ১৫ জনের চূড়ান্ত তালিকায়। শুক্রবার ওই তালিকা প্রকাশ করেছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম। পরিবেশ রক্ষায় অভিনবত্বের জন্য ভারতের প্রতিযোগীদের ১মিলিয়ন পাউন্ড পুরস্কার পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

'ক্লিন আওয়ার এয়ার' বিভাগে তিনজন ফাইন্যালিস্টদের মধ্যে স্থান পেয়েছেন তামিলনাড়ুর বিনিশা উমাশঙ্কর। যিনি এই বয়সেই সমাজকর্মী হিসেবে যথেষ্ট খ‍্যাতি অর্জন করেছেন। বিনিশা একটি সৌরশক্তিচালিত আয়রনিং কার্ট তৈরি করেছেন যা বাতাসের গুণমান বৃদ্ধি করবে। আর দেশের অগ্রগণ্য প্রযুক্তি সংস্থা তাকাচার (Takachar) কৃষিবর্জ্য থেকে লাভজনক পণ্য প্রস্তুত করার প্রযুক্তির সন্ধান দিয়েছে। ফসলের গোড়া মাঠে পোড়ালে তার ধুঁয়া থেকে ব‍্যাপক বায়ু দূষিত হয়। তার হাত থেকে বাঁচাতে এই প্রযুক্তি।

২০২০ সালের অক্টোবর মাসে আর্থশট প্রাইজের সূচনা করেছেন প্রিন্স উইলিয়াম এবং দ্য রয়্যাল ফাউন্ডেশন। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পরিবেশ পুরস্কার হিসেবে ধরা হয় এই পুরস্কারকে।

দিল্লীর ব্রিটিশ হাই কমিশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ৬০ বছর আগের প্রেসিডেন্ট জন এফ কেনেডির 'মুনশট'-এর মতো এই পুরস্কারেরও লক্ষ্য জলবায়ু পরিবর্তন ও আমাদের সমুদ্র, বাতাস এবং মাটির ক্ষতির আশঙ্কার মোকাবিলায় অভূতপূর্ব উদ্ভাবন।

প্রতিটি মহাদেশের বিভিন্ন ক্ষেত্রের ২০০র বেশি ব্যক্তি, বিভিন্ন সংস্থা এবং বিশেষজ্ঞ উপদেষ্টাদের প্যানেল দ্বারা গঠিত দ‍্য রয়্যাল ফাউন্ডেশন ফাইন‍্যালিস্টদের বেছে দিয়েছে। পাঁচটি বিভাগে ১৫জন ফাইন্যালিস্টদের মধ্যে পাঁচজনকে বেছে নেওয়া হবে আর্থশট পুরস্কারের জন্য। দেওয়া হবে ১মিলিয়ন পাউন্ড।

১৭ অক্টোবর লন্ডনের আলেকজান্দ্রা প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in