২১০০ সালের মধ্যে গলে যাবে হিন্দুকুশ হিমালয়ের হিমবাহর ৬৪ শতাংশ বরফ

ফাইল ছবি সংগৃহীত
ফাইল ছবি সংগৃহীত

বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন প্রভৃতি কারণে দ্রুত হারে গলছে হিন্দুকুশ হিমালয়ের বরফ। কেন্দ্র, দক্ষিণ ও মধ্য এশিয়ায় অবস্থিত হিন্দুকুশ হিমালয়ের বড় বড় পাহাড়ের হিমবাহগুলিতে মাত্রাতিরিক্ত পরিমাণে বরফ গলছে। বুধবার প্রকাশিত বিশ্ব আবহাওয়া দফতরের একটি রিপোর্টে বলা হয়েছে, এইভাবে চলতে থাকলে ২১০০ সালের মধ্যে প্রায় ৬৪ শতাংশ বরফ গলে যাবে হিমবাহগুলির। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC) ২৪ শে সেপ্টেম্বর এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করে। যা গ্রহণযোগ্য করেছে বিশ্বের ১৯৫ টি দেশ।

হিন্দুকুশ পর্বতমালার অন্তর্গত তিয়েন সাং, কুংলুং, পামির, হিন্দুকুশ, কারাকোরাম এবং তিব্বত পর্বতমালার হিমবাহগুলি বিপুল হারে গলবে।যার ফলে ভারত সহ, পাকিস্তান, চীন, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ ও তিব্বতের জনজীবনে ভীষণ প্রভাব ফেলবে। সম্পূর্ণ ভাবে ভেসে যাবে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং সহ বহু নদীর অববাহিকা।

রিপোর্টে বলা হয়েছে, জলতল ৫০ সেমি বৃদ্ধি পেলেই বানভাসি হবে প্রায় ১৫০ মিলিয়ন মানুষ। সমুদ্রের জলতল বৃদ্ধি পেলে বিশ্বের ৪৬ টি উপকূলবর্তী শহর ক্ষতিগ্রস্ত হবে। যার মধ্যে রয়েছে ভারতের মুম্বই ও কলকাতা।

পরিবেশের তাপমাত্রা অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পরিবেশের তাপমাত্রা ২১০০ সালের মধ্যে প্রায় ৩.৫ থেকে ৬ ডিগ্রি বৃদ্ধি পাবে। ফলস্বরূপ হিন্দুকুশ পর্বতমালার অন্তর্গত হিমবাহগুলির দুই এর তিন অংশ গলে যাবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in