কোচবিহার: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গিতালদহ

সম্প্রতি তৃণমূলের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের রদবদলের পাশাপাশি দিনহাটা -১ ব্লকে সভাপতি পদে রদবদল করে। কিন্তু তাতেও গন্ডগোল থামেনি।
কোচবিহার: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গিতালদহ
নিজস্ব চিত্র

প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহার জেলা তৃণমূলের নেতা পার্থপ্রতিম রায়ের অনুগামীদের মধ্যেই সংঘর্ষের জেরে অন্ততপক্ষে ৩ জন জখম হয়েছে। এদের মধ্যে গুরুতর জখম অবস্থায় আব্দুল জলিল মিয়া নামে একজনকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে তারপর কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দিনহাটা-১ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের। মূলত ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই বিরোধ। ব্লকের এক গোষ্ঠীর কর্মসূচীতে অপরগোষ্ঠীকে ডাকা হত না। এক গোষ্ঠীর দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলে মরিয়া হয়ে ওঠে অপর গোষ্ঠী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা -১ ব্লকের বিভিন্ন গ্রামে। দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সম্প্রতি তৃণমূলের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের রদবদলের পাশাপাশি দিনহাটা -১ ব্লকে সভাপতি পদে রদবদল করে। প্রসন্ন দেবশর্মাকে সরিয়ে নিয়ে আসা হয় যুবনেতা সঞ্জয় বর্মনকে। কিন্তু তাতেও গন্ডগোল থামেনি। বৃহস্পতিবার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। চলে গুলি, তীর। জখম হয় ৩ জন।

জেলা তৃণমুলের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, এধরণের ঘটনা বরদাস্ত করা হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in