কৃষক সম্মাননিধি প্রকল্পের কথা বলতে গিয়ে পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি গ্রামে। মহিলারা বিধায়ককে পেয়ে জবাবদিহি চান।
নীলাদ্রি শেখর দানা
নীলাদ্রি শেখর দানাছবি- ফেসবুক প্রোফাইল

জানাতে গিয়েছিলেন যে কৃষক সম্মাননিধি প্রকল্পের টাকা সরাসরি একাউন্টে ঢুকে যাবে। কিন্তু গিয়ে জানতে পারলে অন্য সমস্যার কথা। পানীয় জল মেলে না, নিত্যকর্ম সারার মতো জলেরও অভাব রয়েছে গ্রামে। এমনই অভিযোগে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি গ্রামে। মহিলারা বিধায়ককে পেয়ে জবাবদিহি চান। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে এই নেতা-মন্ত্রীরাই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিলেন। দীর্ঘদিন পানীয় জলের ব্যবস্থা হয়নি। গ্যাসের অত্যধিক মূল্য বৃদ্ধি ঘটেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস দেব বলেও দেয়নি কেন্দ্র। করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন মানুষ। ভ্যাকসিন নিতে গিয়েও হয়রানি হচ্ছে। কলের পাইপ লাইন থাকলেও জল নেই। কয়েকটি মাত্র টিউবওয়েলই পানীয় জলের ভরসা। তীব্র গরমে ডোবা, পুকুরগুলি শুকিয়ে গিয়েছে। নিত্যকর্ম, স্নান, বাসন মাজা, কাপড় কাচা-সহ বিভিন্ন কাজও সম্পন্ন করা যাচ্ছে না।

বিজেপি বিধায়ক যদিও জানান, কোনও ক্ষোভ-বিক্ষোভ নয়, তাঁদের বাড়ির ছেলেকে সামনে পেয়ে আবদার করেছেন মা-মাসি-বোনরা ৷ তাঁর অভিযোগ, জনগণের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল। বিধবা ভাতা, আবাস যোজনা ও জলের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল বিধানসভা নির্বাচনে জিতেছে। তাই স্থানীয়রা বিধায়ককে নিজের ছেলে মনে করে আবদার জানিয়েছেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in