১৫ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ - আপাতত চলছে না লোকাল ট্রেন - চলবে বাস, অটো, টোটো

বাড়ছে বাজার খোলার সময়ও। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা সব্জি ও মাছের বাজার। অন্যান্য দোকান ১১ টা থেকে ৮ পর্যন্ত খোলা থাকবে।
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়নিজস্ব চিত্র

রাজ্যে বাড়ানো হল বিধিনিষেধ। করোনা সংক্রমণের মোকাবিলায় এই বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত চলবে। আজ নবান্নতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন- "আরও কিছুদিন বিধিনিষেধ থাকবে । এখনও দেখছি অনেকে মাস্ক পরছেন না । ফিজ়িকালি ডিসট্যানসিং এবং মাস্ক পরাটা বাধ্যতামূলক করতে হবে । কারণ যাতে তৃতীয় ঢেউ পশ্চিমবঙ্গে এসে ক্ষতি না করতে পারে। "

একনজরে মুখ্যমন্ত্রীর ঘোষণা -

-৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি-বেসরকারি বাস। ছাড় পেল অটো-টোটা। আপাতত বন্ধ থাকছে ট্রেন এবং মেট্রো।

-সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলতে পারবে বিউটি পার্লার, সেলুন।

-বাড়ছে বাজার খোলার সময়ও। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা সব্জি ও মাছের বাজার। অন্যান্য দোকান ১১ টা থেকে ৮ পর্যন্ত খোলা থাকবে।

-রাত ৯টা ভোর ৫ টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনো যাবে না ।

-জিম, বিউটি পার্লার খোলা থাকবে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে ।

-মাস্ক পরা বাধ্যতামূলক, বলবৎ থাকছে নাইট কার্ফ।

-২ কোটি ১২ লক্ষ মানুষের টিকাকরণ সম্পন্ন ।

-৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি-বেসরকারি অফিস খোল।

-বিয়ের বাড়ি, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে সর্বাধিক ৫০ জন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in