Purba Medinipur: হাইকোর্টের নির্দেশ - রূপণারায়ণের পাড়ে ৮ অবৈধ ইটভাটা ভাঙার কাজ শুরু

স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে মহিষাদল ব্লকের নাটশাল-২ ও নাটশাল -১ গ্রামপঞ্চায়েত এলাকার রূপনারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটাভাটা ভাঙ্গলো স্থানীয় প্রশাসন।
মহিষাদলে চলছে অবৈধ ইটভাটা ভাঙার কাজ
মহিষাদলে চলছে অবৈধ ইটভাটা ভাঙার কাজনিজস্ব চিত্র

স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে মহিষাদল ব্লকের নাটশাল-২ ও নাটশাল -১ গ্রামপঞ্চায়েত এলাকার রূপনারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটাভাটা ভাঙ্গলো স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকালে উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চারটি ইটভাটা ভাঙ্গার কাজ শুরু হয়।

এদিন বিএলআরও, বিডিও সহ বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে রুবেল, ইন ভারত, সুন্দরম ও মা কালি নামক ইটভাটা ভাঙ্গার কাজ শুরু হয়। আগামীদিনে আরো চারটি ইটভাটা ভাঙ্গার কাজ শুরু হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের মধ্যে রূপনারায়ণ নদীর পাড়ে একাধিক ইটভাটা অবৈধভাবে গড়ে ওঠে। ফলে পরিবেশ দূষণ তো হচ্ছেই। পাশাপাশি অবৈধভাবে নদীর চর থেকে মাটি তুলে নেওয়ায় নদীর ভাঙ্গন বাড়ছে।

সুস্থ পরিবেশ গড়ে তুলতে এবং নদী ভাঙ্গন রোদ করতে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয়রা। এক স্থানীয় বাসিন্দার কথায় - আমরা প্রশাসনের কাছে ইটভাটা ভাঙ্গার আবেদন জানিয়েছিলাম। প্রশাসন আমাদের আবেদনে সাড়া দিয়ে ব্যবস্থা গ্রহন করায় আমরা ভীষণ খুশি।

মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান, স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে রুপনারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা আটটি ইটভাটা ভাঙ্গার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশ অনুসারে প্রাথমিকভাবে চারটি ইটভাটা ভাঙ্গার কাজ শুরু হয়েছে। আগামীদিনে বাকি চারটি ভাটা ভাঙ্গা হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in