ভাঙড়ে আক্রান্ত নওশাদ সিদ্দিকী, অভিযুক্ত তৃণমূল

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এলাকায় গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী
নওশাদ সিদ্দিকি
নওশাদ সিদ্দিকিফাইল চিত্র

সংযুক্ত মোর্চার পক্ষে আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গালিগালাজ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার সামনে। তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান দেন বলে অভিযোগ। ঘটনার পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এলাকায় যান নওশাদ। প্রথমে ভাঙড় ২ ব্লকের বিডিও অফিস, তারপর ভাঙড় থানায় যান। সেখান থেকে বেরোতেই তৃণমূলের কর্মী-সমর্থকরা 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন। তিনি গাড়িতে উঠতে গেলে তাঁকে গালিগালাজ করা হয়, গাড়িতে হামলা চালানো হয়। নওশাদের অভিযোগ, ভাঙড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল।

তাঁর কথায়- "আজ আমার গাড়ির উপর একদল দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে। গালিগালাজ করে।" তৃণমূল এই অভিযোগকে গুরুত্ব না দিয়ে পাল্টা বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে। ভাঙড় এক ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদ বলেন, নওশাদের অনুগামীরা এখানকার মানুষের উপর অত্যাচার চালিয়েছিল। তারাই আজ তাঁর গাড়ি ঘিরে 'গো-ব্যাক' স্লোগান দিয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in