Weather Update: কমেছে নিম্নচাপের শক্তি, তবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, উত্তরে জারি লাল সতর্কতা

People's Reporter: বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেছবি, সংগৃহীত
Published on

মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বুধবারও দিনভর বৃষ্টি হয়েছে। কখনও ভারী বৃষ্টি আবার কখনও হালকা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরেই এই বৃষ্টি। তবে নিম্নচাপের শক্তি কিছুটা কমেছে। কিন্তু বৃষ্টি চলবে রাজ্য জুড়ে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল, সেটি পশ্চিম দিকে আরও সরেছে। শক্তি আগের চেয়ে কমেছে। বর্তমানে নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণাবর্তটি দক্ষিণ ছত্তীশগড়ের উপরে রয়েছে। পশ্চিমের কোঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এই আবহাওয়া পরিস্থিতির প্রভাবেই বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
NIRF 2024: প্রকাশিত দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা, র‍্যাঙ্ক নামল যাদবপুর-কলকাতার

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।

অন্যদিকে, দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধের মতো বৃহস্পতিবারও উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বৃষ্টি হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও।

ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
ADR: জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলায় শীর্ষে BJP! রাজ্য হিসেবে এগিয়ে বাংলা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in