DYFI-এর জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার

দুর্নীতি মুক্ত নিয়োগ, কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং শিল্পের দাবীতে বৃহস্পতিবার বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-র জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার বেধে যায়। বাম যুব সংগঠনের মিছিল আটকাতে জেলা পুলিশের তরফে জলপাইগুড়ির রাজপথে জেলাশাসকের দপ্তর যাওয়ার পথে তিনটি ব্যারিকেড করা হয়। মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। যদিও বাম যুব কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙেই এগিয়ে যায়।

এদিন ডিওয়াইএফআই-র বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মীনাক্ষী মুখার্জি। দুপুরে জেলাশাসকের দপ্তরের কাছে মিছিল এসে পৌঁছলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এই অবস্থায় বাম কর্মীরা একে একে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in