BJP: নন্দীগ্রামে একাধিক BJP নেতার পদত্যাগ! পঞ্চায়েত নির্বাচনের আগে ধাক্কা গেরুয়া শিবিরে

দলবিরোধী কাজের অভিযোগে নন্দীগ্রামেই ৪ বিজেপি নেতাকে বহিষ্কার করেছে দল। এই ৪ জন, পদত্যাগকারী দুই নেতার ঘনিষ্ঠ বলেই দলীয় সূত্রে খবর।
নন্দীগ্রামে অস্বস্তিতে বিজেপি
নন্দীগ্রামে অস্বস্তিতে বিজেপিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

নন্দীগ্রামে নাটক অব্যাহত। দলেরই চার নেতাকেও বহিষ্কার করল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে গেরুয়া শিবিরে অস্বস্তি ক্রমশ বাড়ছে।

রাজ্য-রাজনীতিতে নন্দীগ্রামের গুরুত্ব সকলেই জানে। ২১-র বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই শাসক বিরোধী দুই শিবিরেই চাপানউতোর চলছিল। এবার সেই নন্দীগ্রামেই বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলা যেতে পারে। তমলুক সাংগঠনিক জেলার সভাপতির প্রতি ক্ষুব্ধ হয়ে দলীয় পদ থেকে ইস্তফা দেন দু’জন বিজেপি নেতা। জয়দেব দাস ও তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বটকৃষ্ণ দাস। পঞ্চায়েত ভোটের আগে কার্যত বড় ধক্কা পদ্মশিবিরের জন্য।

অন্যদিকে দলবিরোধী কাজের অভিযোগে নন্দীগ্রামেই ৪ বিজেপি নেতাকে বহিষ্কার করেছে দল। এই ৪ জন, পদত্যাগকারী দুই নেতার ঘনিষ্ঠ বলেই দলীয় সূত্রে খবর। পাঁশকুড়ার বিদায়ী কাউন্সিলর সিন্টু সেনাপতি, তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য উত্তম সেনা, প্রাক্তন মণ্ডল সভাপতি কৌশিক জানা এবং ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার কনভেনার প্রতীক পাখিরাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সূত্রের খবর, ওই ৪ নেতা গত ২৫ অগাস্ট পাঁশকুড়ার বিজেপি পার্টি অফিসে দলীয় কর্মীদেরই মারধর করেছিলেন। গোটা বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছিল। অভিযোগ খতিয়ে দেখে ৪ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি।

নন্দীগ্রামে অস্বস্তিতে বিজেপি
'সরকার কোচবিহারকে আলাদা রাজ্য করছে' - মমতার সঙ্গে অনুষ্ঠানের পরই বিস্ফোরক দাবি অনন্ত মহারাজের
নন্দীগ্রামে অস্বস্তিতে বিজেপি
সরকারি টাকা খরচ করে হোটেলে থাকি না - দলীয় বিধায়কের খামারবাড়ি বিতর্কে শুভেন্দুকে পাল্টা মমতার

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in