ভারত বনধের সমর্থনে কলকাতায় বাম ও কংগ্রেসের যৌথ মিছিল
ভারত বনধের সমর্থনে কলকাতায় বাম ও কংগ্রেসের যৌথ মিছিল ছবি সংগৃহীত

Bharat Bandh: বনধের সমর্থনে জেলায় জেলায় অবরোধ, ৩ কৃষি আইন বাতিলের দাবিতে রাজ্যজুড়ে বাম বিক্ষোভ

সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সোমবার ভারত বনধের দিন অন্যান্য রাজ্যের মত এ রাজ্যেও প্রভাব পড়েছে। জেলায় জেলায় এদিন সকাল থেকে রাস্তায় নামেন বাম কর্মী সমর্থকরা। বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখায় কংগ্রেস।
Published on

তিন কৃষি আইন বাতিলের দাবিতে এদিন সকাল থেকে চলছে ভারত বনধ। ভারত বনধের সমর্থনে রাজ্যেও সকাল থেকে রাস্তায় নেমেছে সিপিআই(এম) বিভিন্ন বাম দল। এদিন সকালে পুরুলিয়া বাসস্ট্যান্ডের ছবি।

ভারত বনধের সকালে পুরুলিয়া বাসস্ট্যান্ড
ভারত বনধের সকালে পুরুলিয়া বাসস্ট্যান্ডছবি সংগৃহীত

রাজ্যের অন্যান্য জেলার মত পূর্ব মেদিনীপুরেও এদিন সকাল থেকে বনধের সমর্থনে রাস্তায় নামের বাম কর্মীরা। বিভিন্ন রাস্তায় চলে অবরোধ।

ভারত বনধের সমর্থনে অবরোধ পূর্ব মেদিনীপুরে
ভারত বনধের সমর্থনে অবরোধ পূর্ব মেদিনীপুরেছবি সংগৃহীত

ভারত বনধের সমর্থনে এদিন সকালে বাম কর্মী সমর্থকদের এক বিশাল মিছিল আসানসোল শহরের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে।

ভারত বনধের সমর্থনে আসানসোলে মিছিল
ভারত বনধের সমর্থনে আসানসোলে মিছিলছবি সংগৃহীত

পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে ভারত বনধের সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ। এদিন সকাল থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে বিভিন্ন অঞ্চলে রাস্তা অবরোধ করেন বাম সমর্থকরা।

ভারত বনধের সমর্থনে পূর্ব মেদিনীপুরে বিক্ষোভ
ভারত বনধের সমর্থনে পূর্ব মেদিনীপুরে বিক্ষোভছবি সংগৃহীত

সোমবার সকালে ভারত বনধের সমর্থনে কাঁথিতে সিপিআই(এম)-এর ডাকে এক বিশাল বিক্ষোভ মিছিল এলাকা পরিক্রমা করে।

কাঁথিতে বিক্ষোভ মিছিল
কাঁথিতে বিক্ষোভ মিছিলছবি সংগৃহীত

এদিন ভারত বনধের সমর্থনে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে মিছিলে অংশ নেন কয়েক হাজার বাম কর্মী সমর্থক।

দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে  বনধ এর সমর্থনে মিছিল
দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে বনধ এর সমর্থনে মিছিলছবি সংগৃহীত

এদিন সকাল থেকেই ভারত বনধের সমর্থনে আলিপুরদুয়ারের বিভিন্ন রাস্তা অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। বিভিন্ন অঞ্চলে আটকে পড়ে দূরপাল্লার বাস।

আলিপুরদুয়ারে ভারত বনধের সমর্থনে অবরোধ
আলিপুরদুয়ারে ভারত বনধের সমর্থনে অবরোধ ছবি সংগৃহীত

তিন কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধের সমর্থনে এদিন সকাল থেকে পান্ডুয়া রেল স্টেশনে অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা।

ভারত বনধের সমর্থনে হুগলীর পান্ডুয়ায় রেল অবরোধ
ভারত বনধের সমর্থনে হুগলীর পান্ডুয়ায় রেল অবরোধছবি সংগৃহীত

সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ভারত বনধের সমর্থনে পূর্ব বর্ধমানে বিক্ষোভ মিছিলে সামিল হন বাম কর্মী সমর্থকরা।

ভারত বনধের সমর্থনে বর্ধমানে মিছিল
ভারত বনধের সমর্থনে বর্ধমানে মিছিলছবি সংগৃহীত

সোমবার ভারত বনধের সমর্থনে কলকাতায় সিআইটিইউ-র ডাকে এক বিশাল মিছিল পথ পরিক্রমা করে। এন্টালী মার্কেট থেকে এই মিছিল শুরু হয়।

কলকাতায় সিআইটিইউ-র ডাকে কেন্দ্রীয় মিছিল
কলকাতায় সিআইটিইউ-র ডাকে কেন্দ্রীয় মিছিল ছবি সংগৃহীত

এদিন ভারত বনধের সমর্থনে মালদায় সকাল থেকেই রাস্তায় নামেন বাম কর্মী সমর্থকরা। একাধিক জায়গায় চলে অবরোধ। বনধের সমর্থনে মিছিল করেন বাম কর্মী সমর্থকরা।

ভারত বনধের সমর্থনে মালদায় মিছিল
ভারত বনধের সমর্থনে মালদায় মিছিল ছবি সংগৃহীত

এদিন সকালে চিত্তরঞ্জনে ভারত বনধের সমর্থনে এক বিশাল মিছিল পথ পরিক্রমা করে। মিছিল থেকে অবিলম্বে তিন কৃষি আইন বাতিলের দাবি তোলা হয়।

ভারত বনধের সমর্থনে চিত্তরঞ্জনে মিছিল
ভারত বনধের সমর্থনে চিত্তরঞ্জনে মিছিল ছবি সংগৃহীত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in