তিন কৃষি আইন বাতিলের দাবিতে এদিন সকাল থেকে চলছে ভারত বনধ। ভারত বনধের সমর্থনে রাজ্যেও সকাল থেকে রাস্তায় নেমেছে সিপিআই(এম) বিভিন্ন বাম দল। এদিন সকালে পুরুলিয়া বাসস্ট্যান্ডের ছবি।
রাজ্যের অন্যান্য জেলার মত পূর্ব মেদিনীপুরেও এদিন সকাল থেকে বনধের সমর্থনে রাস্তায় নামের বাম কর্মীরা। বিভিন্ন রাস্তায় চলে অবরোধ।
ভারত বনধের সমর্থনে এদিন সকালে বাম কর্মী সমর্থকদের এক বিশাল মিছিল আসানসোল শহরের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে।
পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে ভারত বনধের সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ। এদিন সকাল থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে বিভিন্ন অঞ্চলে রাস্তা অবরোধ করেন বাম সমর্থকরা।
সোমবার সকালে ভারত বনধের সমর্থনে কাঁথিতে সিপিআই(এম)-এর ডাকে এক বিশাল বিক্ষোভ মিছিল এলাকা পরিক্রমা করে।
এদিন ভারত বনধের সমর্থনে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে মিছিলে অংশ নেন কয়েক হাজার বাম কর্মী সমর্থক।
এদিন সকাল থেকেই ভারত বনধের সমর্থনে আলিপুরদুয়ারের বিভিন্ন রাস্তা অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। বিভিন্ন অঞ্চলে আটকে পড়ে দূরপাল্লার বাস।
তিন কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধের সমর্থনে এদিন সকাল থেকে পান্ডুয়া রেল স্টেশনে অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা।
সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ভারত বনধের সমর্থনে পূর্ব বর্ধমানে বিক্ষোভ মিছিলে সামিল হন বাম কর্মী সমর্থকরা।
সোমবার ভারত বনধের সমর্থনে কলকাতায় সিআইটিইউ-র ডাকে এক বিশাল মিছিল পথ পরিক্রমা করে। এন্টালী মার্কেট থেকে এই মিছিল শুরু হয়।
এদিন ভারত বনধের সমর্থনে মালদায় সকাল থেকেই রাস্তায় নামেন বাম কর্মী সমর্থকরা। একাধিক জায়গায় চলে অবরোধ। বনধের সমর্থনে মিছিল করেন বাম কর্মী সমর্থকরা।
এদিন সকালে চিত্তরঞ্জনে ভারত বনধের সমর্থনে এক বিশাল মিছিল পথ পরিক্রমা করে। মিছিল থেকে অবিলম্বে তিন কৃষি আইন বাতিলের দাবি তোলা হয়।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন