আরও বাড়বে অস্বস্তিকর পরিস্থিতি! বৃদ্ধি পাবে তাপমাত্রাও, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২-৩ জুনের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। ঝাড়খণ্ড, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য সায়েন্স টেঁক ডেলি

গরমের হাত থেকে এখনই মুক্তি পাবে না রাজ্যবাসী বরং অস্বস্তি আরও বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। বাড়তে পারে তাপমাত্রাও।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২-৩ জুনের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। ঝাড়খণ্ড, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনার জন্যও একই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের দুই জেলা মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে, রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এই বৃষ্টির ফলে আগামী ৪-৫ দিন আরও অস্বস্তি বাড়বে।

অন্যদিকে, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। এই ঘূর্ণিঝড়ে অভিমুখ হতে পারে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'বিপর্যয়'। আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কেরালা উপকূল বরাবর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আরব সাগরের ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে 'তেজ'। দুটি ঘূর্ণাবর্ত ৮-১০ জুনের মধ্যে তৈরি হতে পারে।

ছবি প্রতীকী
৫ ঘন্টা পার, নিয়ন্ত্রণে আসেনি গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলের আগুন! পুড়ে ছাই বহু সরকারি নথি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in