জোট সমস্যার সমাধান অধরাই, ফের বৈঠকে বসবে কংগ্রেস ও আইএসএফ

আলিমুদ্দিন সূত্রে খবর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর মিলিয়ে ১২-১৫টি আসন দাবি করেছে আইএসএফ। আসন ভাগাভাগি নিয়ে মূলত কংগ্রেসের সঙ্গে জট আব্বাসের।
অধীর রঞ্জন চৌধুরী ও বিমান বসু
অধীর রঞ্জন চৌধুরী ও বিমান বসুফাইল ছবি সংগৃহীত

সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ বৈঠকের পরও সমস্যার সমাধান হল না। বুধবার রাত আটটা থেকে বৈঠক শুরু হয় আলিমুদ্দিনে। কিন্তু বাম, কংগ্রেস ও আইএসএফের জোট সমস্যার সমাধান অধরাই। বৈঠকে ছিলেন আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি, কংগ্রেসের পক্ষে আবদুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্য এবং সিপিআইএমের মহম্মদ সেলিম এবং বিমান বসু।

আব্বাসের দাবি ছিল ৪৫টি আসনের। কোন কোন আসন ছাড়া হবে অর্থাৎ আসন বাছাই করতে গিয়ে সমস্যা বাড়ে বলে সূত্রের খবর।

বৈঠক শেষে আবদুল মান্নান জানান, উত্তরবঙ্গের কোন কোন আসন আইএফএসকে ছাড়া হবে তা নিয়ে আলোচনা প্রয়োজন। তবে ২০১৬-তে জেতা আসন কোনওমতেই ছাড়া হবে না বলে স্পষ্টই জানানো হয়েছে। আব্বাস কোন কোন আসন চান, তা কংগ্রেস লিখিত ভাবে জানতে চেয়েছে।

আলিমুদ্দিন সূত্রে খবর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর মিলিয়ে ১২-১৫টি আসন দাবি করেছে আইএসএফ। আসন ভাগাভাগি নিয়ে মূলত কংগ্রেসের সঙ্গে জট আব্বাসের। ফের বৈঠকে বসবে এই দু’পক্ষ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in