'বেহায়া, নির্লজ্জ' - প্রোমোটিং নিয়ে দলের নেতাদের তুলোধোনা মদন মিত্রের

তিনি বলেন - আমি মুখ্যমন্ত্রীকে জানাবো কিভাবে দলের নাম ব‍্যবহার করে পুলিশের সাথে হাত মিলিয়ে গ্রুপ করে এগুলো করা হচ্ছে।
'বেহায়া, নির্লজ্জ' - প্রোমোটিং নিয়ে দলের নেতাদের তুলোধোনা মদন মিত্রের
ফাইল ছবি

প্রোমাটিং নিয়ে দলেরই একাধিক নেতা-কর্মীদের তুলোধোনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। 'নির্লজ্জ', 'বেহায়া' বলে আক্রমণ করলেন দলের নেতাদের। এমনকি এরপরেও না থামলে হাত কেটে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

শনিবার নিজের ফেসবুক পেজে লাইভে এসে কামারহাটি পুরসভার অন্তর্গত একটি খেলার মাঠে দলীয় কিছু নেতাদের মদতে প্রোমোটিংয়ের চেষ্টার অভিযোগ তুলে মদন মিত্র বলেন, কামারহাটিতে গুন্ডাদের তান্ডব চলছে। খেলার মাঠকে কিভাবে প্রোমোটিং করা যায় তার জন্য রাস্তায় নেমে নোংরামি করছে কিছু লোক। এই ক্রিমিনালদের সমস্ত গতিবিধি আমার নজরে রয়েছে। এতদিন আমি চুপ করে ছিলাম। কিন্তু আর নয়। এটাই আমার শেষ সতর্কবার্তা। মাঠে হাত দিলে হাতের পাঞ্জা কেটে নেব।

কারো নাম উল্লেখ না করে দলের নেতাদের আক্রমণ করে তিনি বলেন - আমি মুখ্যমন্ত্রীকে জানাবো কিভাবে দলের নাম ব‍্যবহার করে পুলিশের সাথে হাত মিলিয়ে গ্রুপ করে এগুলো করা হচ্ছে। নির্লজ্জ, বেহায়া, কেউ ক‍্যান্সারে ভুগছে, ল‍্যাংড়া হয়ে গেছে, শকুনও তাকায় না এঁদের দিকে, তারা দলের নাম ব‍্যবহার করে তোলাবাজি করছে। প্রোমাটিং বন্ধ করতে প্রয়োজনে আমি অনশন করবো আমি।

পৌরসভা ইলেকশনে এইগুলো ইস‍্যু হবে বলেও জানিয়েছেন কামারহাটির বিধায়ক।

মদন মিত্রের এই অভিযোগ সমর্থন করেছেন তৃণমূলের দমদম-ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক।

'বেহায়া, নির্লজ্জ' - প্রোমোটিং নিয়ে দলের নেতাদের তুলোধোনা মদন মিত্রের
Narada Scam: জেলে যাওয়ার পরই শ্বাসকষ্ট মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের, ভর্তি SSKM-এ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in