R G Kar Case: আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকেই আটকালো সিবিআই

People's Reporter: আর জি কর হাসপাতালে এক চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর পর রাজ্য জুড়ে সমালোচনার মুখে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। সংবাদমাধ্যদের সামনে তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন বলেও জানান।
ড. সন্দীপ ঘোষ
ড. সন্দীপ ঘোষগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আর জি কর কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য রাস্তা থেকেই ধরা হল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে সিবিআই বলে জানা গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে তাঁকে সল্টলেক থেকে ধরা হয়। এর আগে চাপের মুখে আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ।

আর জি কর হাসপাতালে এক চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর পর রাজ্য জুড়ে সমালোচনার মুখে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। সংবাদমাধ্যদের সামনে তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন বলেও জানান। যদিও তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়নি এবং ইস্তফা দেবার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ফের ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়।

সন্দীপ ঘোষের পুনঃনিয়োগের পরেই ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাঁরা সন্দীপ ঘোষকে কলেজে ঢুকতে দেবেন না। এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট এবং আদালতের নির্দেশে অনির্দিষ্টকালের ছুটিতে যেতে বাধ্য হন সন্দীপ ঘোষ। আর জি করের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। কেন ঘটনার পর হাসপাতালের অধ্যক্ষ এবং সুপার পুলিশের কাছে অভিযোগ জানাননি সেই প্রশ্নও তোলা হয় হাইকোর্টের বেঞ্চের পক্ষ থেকে।

আর জি করের ঘটনার পর সমস্ত মহল থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফার দাবি তোলা হয়। ১২ আগস্ট তিনি ইস্তফা দেবার পর তাঁকে ফের পুনঃনিয়োগ নিয়েও সমালোচনার ঝড় ওঠে।

২০২১ সালে আর জি কর হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব নেন সন্দীপ ঘোষ। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তিনি এই কলেজে আসেন। যদিও বিতর্ক কখনই পিছু ছাড়েনি সন্দীপের। একাধিকবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। যদিও সংশ্লিষ্ট মহলের অভিযোগ, অত্যন্ত প্রভাবশালী হবার কারণে তাঁর বিরুদ্ধে কখনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং একাধিকবার তাঁকে এখান থেকে সরানো হলেও ফের তিনি আর জি করে ফিরে আসেন। এর আগে তাঁর বিরুদ্ধে ওই হাসপাতালের এক চিকিৎসকের অভিযোগের জেরে তাঁকে বদলি করা হয়। যদিও ৪৮ ঘণ্টার মধ্যে তিনি ফের আর জি করে ফিরে আসেন।

ড. সন্দীপ ঘোষ
পুলিশ নিজেদেরই রক্ষা করতে পারেনি, মানুষকে রক্ষা করবে কীভাবে? - RG Kar-এ হামলায় ঘটনায় ভর্ৎসনা আদালতের
ড. সন্দীপ ঘোষ
RG Kar Case: আরজি করে মাঝরাতের তান্ডবের পেছনে কারা? অভিযুক্তদের ছবি পোষ্ট করে সন্ধান চাইলো পুলিশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in