Left Front: আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো বামফ্রন্ট

উল্লেখ্য গত বছর বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলে সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। ফলে এই আসনে শূন্যস্থান তৈরি হয়।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুফাইল ছবি সংগৃহীত

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএম নেতা পার্থ মুখার্জী। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছেন।

পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এখান থেকে লড়বেন সায়রা শাহ হালিম।

প্রেস বিবৃতি
প্রেস বিবৃতি

উল্লেখ্য গত বছর বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। ফলে এই আসনে শূন্যস্থান তৈরি হয়। অন্যদিকে গত ৪ নভেম্বর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। ফলে এই আসনটিও খালি হয়। গত সপ্তাহে নির্বাচন কমিশন ঘোষণা করে আগামী ১২ এপ্রিল এই দুই আসনের উপনির্বাচন হবে। ১৬ এপ্রিল ফল ঘোষণা।

তৃণমূল আগেই দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে। আসানসোল লোকসভা কেন্দ্রে অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in