বাম কংগ্রেস জোটে ৭৭ আসনে সহমত, বাকি আসনের জন্য পরবর্তী বৈঠক ২৮ জানুয়ারি

বাম কংগ্রেস জোটে ৭৭ আসনে সহমত, 
বাকি আসনের জন্য পরবর্তী বৈঠক ২৮ জানুয়ারি
ছবি প্রতীকী

রাজ্যে এখনও নির্বাচন ঘোষিত হয়নি। কিন্তু গতবারের থেকে শিক্ষা নিয়ে এবার জোট প্রসঙ্গে বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজী নয় বাম কংগ্রেস কোনো পক্ষই। কোনোভাবেই জনমানসে যেন জোট প্রক্রিয়া নিয়ে ভুল বার্তা না যায় তা নিয়ে সতর্ক দুই পক্ষই।

অবিলম্বে আসন রফা চূড়ান্ত করার লক্ষ্যে সোমবার ফের বৈঠকে বসেছিলো বাম ও কংগ্রেস। রিপন স্ট্রীটের ক্রান্তি প্রেসে প্রায় এক ঘণ্টার ওপর চলা এই বৈঠকে আপাতত ৭৭টি আসনে দুই পক্ষ সহমতে পৌঁছেছে বলে জানা গেছে।

সূত্র অনুসারে, ২০১৬ সালের বিধানসভা ভোটে জোট হিসেবে জয়ী হওয়া কোনো আসনে বাম ও কংগ্রেস কেউ কারো বিরুদ্ধে প্রার্থী দেবেনা বলে ঠিক হয়েছে। সেই হিসেবে ২৯৪ আসনের মধ্যে মোট ৭৭ আসনে জোটের জট খুলেছে। আগামী বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ফের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবার কথা।

আগামী ২৮ তারিখের বৈঠকে বাকি ২১৭ আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় বসবে বাম ও কংগ্রেস।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in